Liquor Sale in Diwali: মদের বোতলে কেন ‘QR Code’! এবার মদ বিক্রি নিয়ে বিরাট পদক্ষেপ আবগারি দফতরের
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
শুধু তাই নয়, গত সাত মাসে রাজ্যের আবগারি দফতরের মদ থেকেই আয় হয়েছে দশ হাজার কোটি টাকা। আবগারি দফতরে ২০ শতাংশ গ্রোথ চলছে বলে সূত্রের খবর৷
কলকাতা: টাকা দিয়ে মদ তো কিনছেন৷ কিন্তু, বুঝতে কি পারছেন, সেটা আসল না নকল? এবার নকল মদের বিক্রি ঠেকাতে অভাবনীয় পদক্ষেপ করতে চলেছে রাজ্যের আবগারি দফতর৷ জানা গিয়েছে, মদের গায়ে লাগানো লেবেলেই এবার থেকে থাকছে একটি করে বিশেষ ‘QR Code’। যার কার্যকারিতা একটু অন্য৷ জানা গিয়েছে, সেটি স্ক্যান করলেই যে কোনও ক্রেতা বুঝতে পারবেন, মদটা আসল না নকল। সম্প্রতি, রাজ্যের বেশ কিছু জায়গা থেকে নকল মদ বিক্রি নিয়ে অভিযোগ এসেছিল রাজ্যের আবগারি দফতরের কাছে। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে অভিযান চালিয়ে নকল মদ বিক্রির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপও করে আবগারি দফতর। এবার তাই, নকল মদ বিক্রি আটকাতে আবগারি দফতরের এই বিশেষ পদক্ষেপ।
মদের বোতলের লেবেল-এ ‘QR Code’ থাকার বিষয়টি আগে থেকেই ছিল৷ কিন্তু, এবার দামি মদের ক্ষেত্রে আরও একটু বেশি সতর্ক দফতর৷ জানা গিয়েছে, এই বিশেষ ‘QR Code’ হবে ওয়ান টাইম কিউআর কোড৷ এই কোড পেতে বোতলের লেবেলের উপরের একটি অংশে স্ক্র্যাচ করতে হবে গ্রাহকদের। স্ক্র্যাচ করে ‘QR Code’ বেরিয়ে এলে মোবাইলের স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই হয়ে যাবে আসল-নকল যাচাই৷ কিন্তু, শুধুমাত্র একবারই স্ক্যান করা যাবে এই কিউ আর কোড। ফলে পুরনো বোতলে কেউ নকল মদ বিক্রি করতে গেলে হাতেনাতে ধরা পড়বে।
advertisement
আরও পড়ুন: সামনে রাখা মেরুন ডায়েরি… কে এই ‘বালু’? দফায় দফায় ইডি-র জেরার মুখে মন্ত্রী জ্যোতিপ্রিয়! তলব ঘনিষ্ঠদেরও
প্রসঙ্গত, আবগারি দফতর সূত্রের খবর, এবছর পুজোর ৫ দিনে প্রায় ৬০০ কোটি টাকা আয় হয়েছে রাজ্যের। সপ্তমী ও নবমীর দিন মদ বিক্রি করে সব থেকে বেশি আয় করেছে রাজ্য। শুধু তাই নয়, গোটা অক্টোবর মাস জুড়ে মদ বিক্রি করে রাজ্যের আয় এক হাজার কোটি হতে পারে৷ এমনটাই ধারণা আবগারি দফতরের আধিকারিকদের।
advertisement
advertisement
গত সাত মাসে রাজ্যের আবগারি দফতরের মদ থেকেই আয় হয়েছে দশ হাজার কোটি টাকা। আবগারি দফতরে ২০ শতাংশ গ্রোথ চলছে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন: পেইন কিলারে দিয়ে কাপড় কাচুন! ঠিক এই ভাবে, দাগটাগ সব উধাও হয়ে যাবে
নকল মদ বিক্রি ঠেকাতে, কিউ আর কোডের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে আবগারি দফতর। যে হলোগ্রাম স্টিকার দিয়ে মদের বোতল সিল করা থাকে সেই স্টিকারের মাপ আরও বাড়ানো হচ্ছে।
advertisement
প্রসঙ্গত, কালীপুজো ও দীপাবলির আগে নকল মদ বিক্রি ঠেকাতে সচেতনতামূলক কয়েক দফা পদক্ষেপ করতে চলেছে আবগারি দফতর। বিভিন্ন অফ শপ ও অন শপে করা হবে সচেতনতামূলক প্রচার৷ বিশেষ কর্মসূচি হিসেবে পোস্টার ব্যানার দিয়ে গ্রাহকদের সচেতন করা হবে নকল ও আসল মদ সম্পর্কে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 02, 2023 2:29 PM IST