Jyotipriya Mallick: সামনে রাখা মেরুন ডায়েরি... কে এই ‘বালু’? দফায় দফায় ইডি-র জেরার মুখে মন্ত্রী জ্যোতিপ্রিয়! তলব ঘনিষ্ঠদেরও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
সোমবার রাতে বেসরকারি হাসপাতাল থেকে ইডি দফতরে আসার পর দু’দিনে কয়েক ঘণ্টা করে দফাওয়াড়ি জেরার মুখোমুখি হতে হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। মঙ্গলবার দুপুরের পর বুধবার বিকেলে ঘণ্টা আড়াই রেশন দুর্নীতি নিয়ে জেরা করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। ইডি সূত্রের দাবি, তাঁরই প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া মেরুন ডায়েরির তথ্য সামনে রেখেই এই জেরা পর্ব চলেছে।
কলকাতা: কখনও মেরুন ডায়েরি। আবার কখনও ডিজিটাল এভিডেন্স। আবার কখনও কয়েকজনের নামের তালিকা৷ এই সূত্র ধরেই নিজেদের হেফাজতে থাকা রেশন কেলেঙ্কারিতে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুধু তিনি নন, জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে তাঁরই প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও অমিত দে-কে।
সোমবার রাতে বেসরকারি হাসপাতাল থেকে ইডি দফতরে আসার পর দু’দিনে কয়েক ঘণ্টা করে দফাওয়াড়ি জেরার মুখোমুখি হতে হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। মঙ্গলবার দুপুরের পর বুধবার বিকেলে ঘণ্টা আড়াই রেশন দুর্নীতি নিয়ে জেরা করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। ইডি সূত্রের দাবি, তাঁরই প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া মেরুন ডায়েরির তথ্য সামনে রেখেই এই জেরা পর্ব চলেছে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোয় অনুদান ‘মডেল’! ৩০০ কোটি খরচ করে আমদানি ৭২ হাজার কোটি, বললেন মমতা
মূলত ডায়েরিতে থাকা ‘বালুদা’ নামের নেপথ্যে কি তারই যোগ রয়েছে? অর্থাৎ, এই বালুদা কি খোদ জ্যোতিপ্রিয় মল্লিক? সূত্রের খবর, কার্যত, সেই প্রশ্নের মুখেই বারবার পড়তে হয়েছে মন্ত্রীকে। প্রসঙ্গত, মঙ্গলবার এই ডায়েরি নিয়ে প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বুধবার সেই তথ্য যাচাই করে নিতে চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থরার কর্তারা। সূত্রের দাবি, সেই ডায়েরিতে থাকা একাধিক হিসেব নিকেশ নিয়েও প্রশ্ন করা হয়েছে মন্ত্রীকে। তবে সব প্রশ্নের যে উত্তর মিলেছে এমনটা নয়। সামনে আনা হয়েছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্সও। যা আরও খতিয়ে দেখতে চাইছেন ইডি কর্তারা।
advertisement
advertisement
শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নন, ইডির স্ক্যানারে রয়েছেন তাঁর আপ্ত সহায়ক ও ঘনিষ্ঠ বেশ কয়েকজন। এদিন ইডি দফতরে হাজিরা দিয়েছেন অমিত দে। সূত্রের দাবি, বেলা ২টো থেকে রাত ন’টা পর্যন্ত অমিতকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এখনও পর্যন্ত এই রেশন দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত মোবাইল ফোন থেকে প্রাপ্ত হোয়াটস অ্যাপ চ্যাট, মেসেজ ও ফোন কল ডিটেলসকে সামনে রেখে অমিতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: মমতার ‘ভুল চিকিৎসা’! হাঁটুতে ‘সেপটিক হয়ে গিয়েছিল’, খোলাখুলি যা জানালেন মুখ্যমন্ত্রী
অমিত দে নিজেই ইডি দফতরে হাজিরা দিয়ে বেরিয়ে জানিয়েছেন, তাঁকে একাধিক ডিজিটাল এভিডেন্স সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি, বেশ কয়েকজনের নাম সামনে তুলে ধরে মন্ত্রীর সঙ্গে তাঁদের যোগসূত্র কী জানতে চাওয়া হয়েছে বলে দাবি। বৃহস্পতিবার ফের ডাকা হয়েছে অভিজিৎ দাসকে।
advertisement
বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপতরে রয়েছেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ বুধবার কম্যান্ড হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষাও হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 01, 2023 11:17 PM IST