Mamata Banerjee: মমতার ‘ভুল চিকিৎসা’! হাঁটুতে ‘সেপটিক হয়ে গিয়েছিল’, খোলাখুলি যা জানালেন মুখ্যমন্ত্রী
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
গত ২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে বাঁ পা এবং কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে দিনই তাঁকে তড়িঘড়ি এসএসকেএমে আনা হয়েছিল। এর কিছুদিন পরে হাসপাতালের উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রীর পায়ের পেশিতে আঘাতের চিকিৎসার জন্য সার্জিকাল প্রসিডিওর করা হয়।
কলকাতা: প্রায় ৫৫ দিন নাকি তিনি নবান্নে যাননি৷ বিরোধীদের এ হেন অভিযোগ শুনে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবারের সাংবাদিক বৈঠকে জানালেন, ‘ইনফরমেশনটা ভুল’৷ মুখ্যমন্ত্রীর মূল দফতরে না এলেও এই সময় তাঁর যাবতীয় প্রশাসিনক দায়িত্ব তিনি সামলেছেন বলে জানান মমতা৷ এমনকি, জানান, পুজোর সময়েও সারারাত তিনি অতন্দ্র প্রহরায় ছিলেন৷
তবে এরই মাঝেই ‘ভুল চিকিৎসার’ও প্রসঙ্গ তোলেন মমতা৷ বলেন, ‘‘১০-১২ দিন আমার চিকিৎসা চলেছে। ভুল চিকিৎসার কারণে আমার পায়ের আঘাতে সেপটিক হয়ে গিয়েছিল। ১০-১২ দিন স্যালাইনের মতো আমার হাতে চ্যানেল করা ছিল, ওষুধ চলেছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি। তার মধ্যেও প্রতিদিন আমার অফিস থেকে কাগজ গিয়েছে।’’
যদিও, তার পর থেকেই তিনি পুজো উদ্বোধন থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্ম সবই সামলেছেন বলে জানান৷ বলেন, ‘‘পুজোর চারদিন ভোর ৫টা অবধি জেগে থেকে পাহারা দিয়েছি, যাতে কোনও ঘটনা না ঘটে। আমি অনেকের কাছে খারাপ, তাতে কোনও সমস্যা নেই। তবে যে তথ্য প্রচার করা হয়েছে তা ভুল।’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হলে..ছেড়ে কথা বলব না!’, নেতাজি ইন্ডোরে ১৬ নভেম্বর বড় ঘোষণা মমতার
এদিন বিরোধীদের সমালোচনায় ক্ষুব্ধ মমতা বলেন, ‘‘ভারতবর্ষের ক’টা চিফ মিনিস্টার অফিসে যান? চিফ মিনিস্টার যেখানে থাকেন সেটাই তাঁর অফিস হয়। আমি যে ৬ দিন ৬ ঘণ্টা ধরে পুজো উদ্বোধন করেছি। নবান্নের ছোট ঘরে থেকেছি। আমি নাকি ৫৫ দিন আসেনি। আমি কি টাকা নিই নাকি? আমি বিনা পয়সায় ভলান্টারি সার্ভিস দিই। স্পেনের ভিসিট অফিশিয়াল ভিসিট, কেন্দ্র ক্লিয়ারেন্স দিয়েছিল।’’
advertisement
গত ২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে বাঁ পা এবং কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে দিনই তাঁকে তড়িঘড়ি এসএসকেএমে আনা হয়েছিল। এর কিছুদিন পরে হাসপাতালের উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রীর পায়ের পেশিতে আঘাতের চিকিৎসার জন্য সার্জিকাল প্রসিডিওর করা হয়।
আরও পড়ুন: সিঙ্গুর কাণ্ডে টাটা-কে ৭৬৬ কোটি ক্ষতিপূরণ কেন? রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাচ্ছে মমতার সরকার
এদিকে, স্পেন সফর থেকে ফেরার পরেই ফের দেখা দেয় পায়ের সমস্যা৷ আবারও তিনি এসএসকেএমে যান৷ তারপর থেকেই চলছিল চিকিৎসা৷ বেশ কিছুদিন কালীঘাটের বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী৷ এমনকি, এবারই প্রথমবার কালীঘাটের বাড়িকে মন্ত্রিসভার বৈঠকও হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 01, 2023 4:38 PM IST