Tata Motors | Mamata Banerjee: সিঙ্গুর কাণ্ডে টাটা-কে ৭৬৬ কোটি ক্ষতিপূরণ কেন? রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাচ্ছে মমতার সরকার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরে এদিন সন্ধ্যের পর থেকে আইনজীবীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকেরা। বিষয়টি নিয়ে রাজ্য সরকার হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোন আদালতে আবেদন জানাবে সে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর।
নয়াদিল্লি: সিঙ্গুর মামলায় তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশে রীতিমতো কোণঠাসা রাজ্য৷ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, টাটা মোটর্সকে প্রায় ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে৷ কিন্তু, এই ক্ষতিপূরণের অঙ্কের সঙ্গে একমত নয় রাজ্য সরকার৷ সূত্রের খবর, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার উচ্চতর আদালতে যাচ্ছে রাজ্য।
ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরে এদিন সন্ধ্যের পর থেকে আইনজীবীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকেরা। বিষয়টি নিয়ে রাজ্য সরকার হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোন আদালতে আবেদন জানাবে সে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন নেই! জ্যোতিপ্রিয়র পরিবারকে জানিয়ে দিল হাসপাতাল
ট্রাইব্যুনালের বর্তমান রায় অনুযায়ী, সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা না হওয়ায় ২০১৬ সাল থেকে ১১ শতাংশ সুদ দিতে হবে রাজ্য সরকারকে৷ টাটাকে ক্ষতিপূরণ দেবে রাজ্য শিল্পোন্নয়ন নিগম৷ সিঙ্গুরে টাটার কারখানা তুলে নেওয়ার প্রেক্ষিতেই এই ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। এর পাশাপাশি, মামলার খরচ বাবদ টাটা-কে দিতে হবে আরও ১ কোটি টাকা। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশেই গঠিত হয়েছিল এই আরবিট্রাল ট্রাইব্যুনাল।
advertisement
advertisement
আরও পড়ুন: সিঙ্গুর মামলায় টাটাকে দিতে হবে ৭৬৫ কোটি, রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাইবুনালের
টাটা মোটরসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বলা হয়েছে, “সিঙ্গুরে অটোমোবাইল উত্পাদন কারখানা মামলায় তিন সদস্যের ট্রাইবুনালের রায় টাটা মোটরসের পক্ষে গিয়েছে। ক্ষতিপূরণ হিসাবে ৭৬৫ কোটি টাকা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ক্ষতিপূরণের টাকা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বার্ষিক ১১ শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 30, 2023 10:29 PM IST