Tata Motors: সিঙ্গুর মামলায় টাটাকে দিতে হবে ৭৬৫ কোটি, রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাইবুনালের

Last Updated:

Tata Motors: সেই সঙ্গে ২০১৬ সালের সেপেম্বর থেকে হিসাব করে ১১ শতাংশ সুদও দিতে হবে রাজ্যকে

রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাইবুনালের
রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাইবুনালের
কলকাতা: সিঙ্গুর মামলায় বড় জয় পেয়েছে টাটা মোটরস। এদিন তিন সদস্যের আরবিট্রাল ট্রাইবুনাল টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে এই টাকা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, সেই সঙ্গে ২০১৬ সালের সেপেম্বর থেকে হিসাব করে ১১ শতাংশ সুদও দিতে হবে রাজ্যকে। পাশাপাশি মামলার খরচ হিসাবে আরও ১ কোটি টাকাও জমা দিতে হবে।
advertisement
টাটা মোটরসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বলা হয়েছে, “সিঙ্গুরে অটোমোবাইল উত্পাদন কারখানা মামলায় তিন সদস্যের ট্রাইবুনালের রায় টাটা মোটরসের পক্ষে গিয়েছে। ক্ষতিপূরণ হিসাবে ৭৬৫ কোটি টাকা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর ক্ষতিপূরণের টাকা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বার্ষিক ১১ শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে।
advertisement
advertisement
যদিও রাজ্যের তরফে এর পরে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ট্রাইবুনাল গঠন করা হয়। ফলে সম্ভভত ফের হাইকোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tata Motors: সিঙ্গুর মামলায় টাটাকে দিতে হবে ৭৬৫ কোটি, রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাইবুনালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement