Jyotipriya Mallick: হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন নেই! জ্যোতিপ্রিয়র পরিবারকে জানিয়ে দিল হাসপাতাল

Last Updated:

গত বৃহস্পতিবার সকাল থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি৷ টানা ২৩ ঘণ্টা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয়৷ অবশেষে, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে ভোররাত সাড়ে ৩টে নাগাদ গ্রেফতার করে ইডি৷ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগও তোলে ইডি৷

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, আপাতত তাঁকে ফিজিওথেরাপি এবং ঘাড়ের ব্যায়ামের পরামর্শ দেওয়া হয়েছে৷ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে তাঁর ব্যক্তিগত চিকিৎসককেও৷ আগামিদিনে জ্যোতিপ্রিয়কে চিকিৎসকদের প্রস্তাবিত ওষুধ খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া, পালন করতে হবে বিধিনিষেধও৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল, তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসার আর প্রয়োজন নেই৷
এদিকে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ইডি এবার কী পদক্ষেপ করতে চলেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ সূত্রের খবর, জোত্যিপ্ৰিয় মল্লিক সুস্থ থাকলে হাসপাতাল থেকে নিয়ে আসার পরে তাঁকে নিয়ে যাওয়া হবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে।
আরও  পড়ুন: খুব ইচ্ছে ছিল পার্থর, বাধ সাধেন জ্যোতিপ্রিয়! গ্রেফতার দুই নেতার ‘লড়াইয়ে’ নেত্রী হওয়া হল না অর্পিতার
সূত্রের খবর, ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন রেশন দুর্নীতি তদন্তের ইনভেস্টিগেটিং অফিসার৷ তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন বলে সূত্রের খবর৷ জ্যোতিপ্রিয় মল্লিককে কি আজই হেফাজতে নেওয়া হবে নাকি রয়েছে অন্য কোনও পদক্ষেপ, তা নিয়ে ইডি দফতরেও চলছে গুরুত্বপূর্ণ বৈঠক।
advertisement
advertisement
গত বৃহস্পতিবার সকাল থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি৷ টানা ২৩ ঘণ্টা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হয়৷ অবশেষে, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে ভোররাত সাড়ে ৩টে নাগাদ গ্রেফতার করে ইডি৷ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগও তোলে ইডি৷
শুক্রবার জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করা হলে তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দেয় কোর্ট৷ কিন্তু, আদালতের নির্দেশ শোনা মাত্র চেয়ার ধপ করে বসে পড়েন তিনি৷ বমিও করেন৷ সংজ্ঞা হারানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়৷ বিচারকের ঘরে খানিক বসানোর পরেই পরিবারের আর্জি মেনে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দেন বিচারক৷
advertisement
আরও পড়ুন: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও
হাসপাতাল সূত্রে গতকাল জানানো হয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের হল্টার মনিটর খুলে দেওয়া হয়েছে। ব্রেন এমআরআই এবং স্পাইন এমআরআই হয়েছে। একাধিক চিকিৎসক দেখেছেন। দুর্বলতা থাকলেও ডায়াবেটিস ছাড়া অন্য তেমন গুরুতর সমস্যা আপাতত নেই জ্যোতিপ্রিয় মল্লিকের। মোটের উপর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন নেই! জ্যোতিপ্রিয়র পরিবারকে জানিয়ে দিল হাসপাতাল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement