Washing Tips: পেইন কিলারে দিয়ে কাপড় কাচুন! ঠিক এই ভাবে, দাগটাগ সব উধাও হয়ে যাবে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Aspirin for washing clothes: কিন্তু, জানলে অবাক হবেন, আপনার ওষুধের বাক্সে এমন একটা ওষুধ রয়েছে, যা আপনার সাদা কাপড়কে ঝলমলে, উজ্জ্বল করে তুলবে। সামান্য অ্যাসপিরিনেই হবে কাজ৷ কিন্তু, কী ভাবে ব্যবহার করতে হবে সেই অ্যাসপিরিন৷ সেটাই এই প্রতিবেদনে আলোচনা করব আমরা৷
advertisement
আগে জামাকাপড় ধোয়া মানেই ছিল একটা গোটা বেলা নষ্ট৷ সঙ্গে পরিশ্রম, খাটুনি৷ তবে ওয়াশিং মেশিন এসে যাওয়ার পরে বিষয়টা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে৷ এমনকি, জামাকাপড়ের শুভ্রতা বজায় রাখার জন্য বাজারে অনেক ওয়াশিং পাউডারও পাওয়া যায়৷ তবে, আধুনিক এবং উন্নত ওয়াশিং মেশিনে সেরা ডিটারজেন্ট ব্যবহার করলেও, সাদা কাপড় যে ঝকঝকে সাদা হবেই, এমন কোনও নিশ্চয়তা নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে যদি আপনি সাদা কাপড় থেকে রক্তের দাগ ধুতে চান, তাহলে পদ্ধতি হবে অন্য৷ এক্ষেত্রে, গরম জলে নয়, ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে অ্যাসপিরিন৷ গরম জল দিয়ে কখনওই রক্তের দাগ ধুতে যাবেন না৷ কারণ, গরম জলে প্রোটিন জমাট বেঁধে যায়, তাই জামাকাপড়ে আরও বেশি করে বসে যায় রক্তের দাগ৷ সেটা তোলা প্রায় অসম্ভব হয়ে ওঠে৷ তবে অ্যাসপিরিন নিয়ে কাজ করার সময় অবশ্যই বাড়ির ছোটদের থেকে এগুলি দূরে রাখুন৷ সাবধানে কাজ করুন৷
advertisement