Amit Shah | Arunachal Pradesh: চিনের হুঁশিয়ারির পরে পাল্টা হুঙ্কার! 'আমাদের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না কেউ!' LAC-র দোরগোড়ায় দাঁড়িয়ে কড়া বার্তা অমিত শাহের
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
গত সপ্তাহেই এই কিবিথু গ্রামের নিকটবর্তী একটি অরণ্যের কিছুটা অংশের নাম একক ভাবে পরিবর্তন করেছিল চিন৷
অরুণাচল প্রদেশ: অরুণাচল প্রদেশে পৌঁছেই ডিনের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘আমরা সকলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই৷ কিন্তু, কেউ আমাদের এক ইঞ্চিও জমি দখল করতে পারবে না৷ ’’ এদিন ভারতের পূর্বতমপ্রান্তে অবস্থিত কিবিথু গ্রামে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে এই মন্তব্য করেন অমিত শাহ৷ এদিন এই গ্রামেই রাত্রিবাস করার কথা তাঁর৷ প্রসঙ্গত, এই গ্রাম থেকে ভারত-চিন নিয়ন্ত্রণরেখার দূরত্ব মাত্র একত কিলোমিটার৷
গত সপ্তাহেই এই কিবিথু গ্রামের নিকটবর্তী একটি অরণ্যের কিছুটা অংশের নাম একক ভাবে পরিবর্তন করেছিল চিন৷ চিনের বিদেশমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছিলেন, “জাংনান চিনের ভূখণ্ড। জাংনানে ভারতীয় আধিকারিকদের সফর চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে লঙ্ঘন করে৷ এই ঘটনা সীমান্ত পরিস্থিতির শান্তি ও প্রশান্তি বজায় রাখার পক্ষে কখনওই সহায়ক নয়৷”
আরও পড়ুন: মানুষ যখন রোজ নদী-পুকুরে স্নান করত, তখনও দ্বারভাঙ্গায় ছিল স্যুইমিং পুল! গিয়েছিলেন নেহরু-ইন্দিরাও
অরুণাচল প্রদেশের কিছু অংশকে এক পাক্ষিকভাবে জাংনান নাম দিয়েছে চিন৷ যাকে ওরা দক্ষিণ তিব্বত বলে দাবি করে।
advertisement
advertisement
চিনের বিদেশমন্ত্রীর ওই হুঙ্কার সত্ত্বেও অবশ্য নিজের কর্মসূচি অপরিবর্তিত রেখেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী৷ এদিন শুধু যে তিনি চিনা নিয়ন্ত্রণরেখার সবচেয়ে নিকটবর্তী গ্রামে রাত্রিবাস করবেন তা-ই নয়, এদিন তিনি LAC-তে কর্মরত ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (ITBP) পোস্ট পরিদর্শন করবেন৷ বাহিনীর জওয়ানদের সঙ্গেও আলাপচারিতা করার কথা তাঁর৷ প্রসঙ্গত, এই এলাকা ভারতের প্রান্তিকতম এলাকাগুলির মধ্যে অন্যতম৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে এখানে ৪৭টি পোস্ট তৈরি হওয়ার আগে পর্যন্ত এখানে নৈশটহলের ব্যবস্থা পর্যন্ত ছিল না৷
advertisement
চলতি বছরের শুরুর দিকে, এই এলাকায় ১২টি স্টেজিং ক্যাম্প তৈরি, সাতটি নতুন ব্যাটালিয়ন নিয়োদ এবং একটি সেক্টর সদর দফতর তৈরির জন্য ১,৮০০ কোটি টাকা অনুমোদন করেছে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (CCS)৷ এই সিদ্ধান্তের ঠিক পর পরই এই অঞ্চলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিঃসন্দেহে চিনকে কড়া বার্তা দেওয়ার সমকক্ষ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
আরও পড়ুন: নবজাতকদের টিকাকরণ সুনিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ কেন্দ্রের! CoWIN -এর মতোই এল U-WIN অ্যাপ
প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর সীমান্তে ১৯টি জেলার ৪৬টি ব্লকের মোট ২,৯৬৭টি গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের অধীনে চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল এই প্রত্যন্ত অঞ্চলের আদিবাসীদের স্থানীয় পণ্য, জীবনযাত্রা এবং মূল ভূখণ্ড থেকে পর্যটনকে উৎসাহিত করে জীবিকা প্রদান করা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Arunachal Pradesh
First Published :
April 10, 2023 7:16 PM IST