U-WIN | Vaccination Dose: নবজাতকদের টিকাকরণ সুনিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ কেন্দ্রের! CoWIN -এর মতোই এল U-WIN অ্যাপ

Last Updated:
এই অ্যাপে নাম রেজিস্টার করা মাত্রই প্রত্যেক অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁর সন্তানের জন্য তৈরি হবে ABHA ID (Ayushman Bharat Heath Account)৷ ভারতের যে কোনও প্রান্ত থেকে U-WIN এ খুঁজলেই ওই আইডি-র মাধ্যমে ওই মহিলা ও তাঁর সন্তানের টিকাকরণ সংক্রান্ত তথ্য চলে আসবে হাতেপ মুঠোয়৷
1/9
নয়াদিল্লি: প্রতি বছর এদেশে ২.৬ কোটি নবজাতক জন্মগ্রহণ করে৷ গর্ভবতী হন প্রায় ২.৯ কোটি মহিলা৷ এত সংখ্যক শিশুর মধ্যে অনেকেরই হয়ত ঠিকমতো ধারাবাহিক ভাবে একাধিক টিকার টিকাকরণ হয় না৷
নয়াদিল্লি: প্রতি বছর এদেশে ২.৬ কোটি নবজাতক জন্মগ্রহণ করে৷ গর্ভবতী হন প্রায় ২.৯ কোটি মহিলা৷ এত সংখ্যক শিশুর মধ্যে অনেকেরই হয়ত ঠিকমতো ধারাবাহিক ভাবে একাধিক টিকার টিকাকরণ হয় না৷
advertisement
2/9
অনেক ক্ষেত্রে বাবা-মা তেমন সচেতন হন না, আবার অনেক ক্ষেত্রে টিকাকরণের কার্ড হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে৷ ফলে একটি বাচ্চার সম্পূর্ণ টিকাকরণ প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রেই সম্পন্ন হয় না৷ ফলে ভবিষ্যতে তাকে বারবার অসুখে আক্রান্ত হতে হয়৷
অনেক ক্ষেত্রে বাবা-মা তেমন সচেতন হন না, আবার অনেক ক্ষেত্রে টিকাকরণের কার্ড হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে৷ ফলে একটি বাচ্চার সম্পূর্ণ টিকাকরণ প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রেই সম্পন্ন হয় না৷ ফলে ভবিষ্যতে তাকে বারবার অসুখে আক্রান্ত হতে হয়৷
advertisement
3/9
এই সমস্যা সমাধানের জন্য এবার নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র৷ তৈরি করা হয়েছে করোনা টিকা CoWIN -এর মতোই আরও একটি প্ল্যাটফর্ম৷ নাম U-WIN৷
এই সমস্যা সমাধানের জন্য এবার নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র৷ তৈরি করা হয়েছে করোনা টিকা CoWIN -এর মতোই আরও একটি প্ল্যাটফর্ম৷ নাম U-WIN৷
advertisement
4/9
কেন্দ্রীয় সরকারের U-WIN অ্যাপ পরবর্তী টিকা ডোজের দিনক্ষণ, তারিখ ইত্যাদি ট্র্যাক রাখবে৷ CoWIN অ্যাপ বা ওয়েবসাইটের ধারণা থেকেই সার্বিক অর্থে শিশুদের জন্য এই টিকাকরণ প্ল্যাটফর্ম অর্থাৎ এই U-WIN অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা হয়েছে৷
কেন্দ্রীয় সরকারের U-WIN অ্যাপ পরবর্তী টিকা ডোজের দিনক্ষণ, তারিখ ইত্যাদি ট্র্যাক রাখবে৷ CoWIN অ্যাপ বা ওয়েবসাইটের ধারণা থেকেই সার্বিক অর্থে শিশুদের জন্য এই টিকাকরণ প্ল্যাটফর্ম অর্থাৎ এই U-WIN অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা হয়েছে৷
advertisement
5/9
ভারতের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম (UIP) বা টিকাকরণ প্রকল্পকে ডিজিটাইজ করা হবে U-WIN-এর মাধ্যমে৷ প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তত দুটি জেলায় ইতিমধ্যেই U-WIN-এর পায়লট প্রজেক্ট চালু করা হয়েছে।
ভারতের ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম (UIP) বা টিকাকরণ প্রকল্পকে ডিজিটাইজ করা হবে U-WIN-এর মাধ্যমে৷ প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তত দুটি জেলায় ইতিমধ্যেই U-WIN-এর পায়লট প্রজেক্ট চালু করা হয়েছে।
advertisement
6/9
প্রত্যেক অন্তঃসত্ত্বা মহিলার নাম রেজিস্টার করা হবে এই অ্যাপে৷ তারপরে তাঁর টিকাকরণ, তাঁর সন্তান প্রসবের দিনক্ষণ, সদ্যোজাতের জন্ম, নবজাতকের যাবতীয় টিকা---সবই ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত থাকে U-WIN এ৷
প্রত্যেক অন্তঃসত্ত্বা মহিলার নাম রেজিস্টার করা হবে এই অ্যাপে৷ তারপরে তাঁর টিকাকরণ, তাঁর সন্তান প্রসবের দিনক্ষণ, সদ্যোজাতের জন্ম, নবজাতকের যাবতীয় টিকা---সবই ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত থাকে U-WIN এ৷
advertisement
7/9
কোন শিশু কোন কোন টিকা দেওয়া হয়েছে৷ পরবর্তী ডোজ কবে, আর কী কী টিকা দেওয়া বাকি রয়েছে, সবই জানা যাবে এই U-WIN থেকে৷
কোন শিশু কোন কোন টিকা দেওয়া হয়েছে৷ পরবর্তী ডোজ কবে, আর কী কী টিকা দেওয়া বাকি রয়েছে, সবই জানা যাবে এই U-WIN থেকে৷
advertisement
8/9
এই অ্যাপে নাম রেজিস্টার করা মাত্রই প্রত্যেক অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁর সন্তানের জন্য তৈরি হবে ABHA ID (Ayushman Bharat Heath Account)৷ ভারতের যে কোনও প্রান্ত থেকে U-WIN এ খুঁজলেই ওই আইডি-র মাধ্যমে ওই মহিলা ও তাঁর সন্তানের টিকাকরণ সংক্রান্ত তথ্য চলে আসবে হাতেপ মুঠোয়৷
এই অ্যাপে নাম রেজিস্টার করা মাত্রই প্রত্যেক অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁর সন্তানের জন্য তৈরি হবে ABHA ID (Ayushman Bharat Heath Account)৷ ভারতের যে কোনও প্রান্ত থেকে U-WIN এ খুঁজলেই ওই আইডি-র মাধ্যমে ওই মহিলা ও তাঁর সন্তানের টিকাকরণ সংক্রান্ত তথ্য চলে আসবে হাতেপ মুঠোয়৷
advertisement
9/9
নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রেরও জানান দেবে এই অ্যাপ৷ প্রয়োজনে টিকা নেওয়ার স্লটও বুক করা যাবে এই অ্যাপের মাধ্যমে৷ পরবর্তী কোন টিকা কবে নিতে হবে, তার রিমাইন্ডার দেবে অর্থাৎ, মনে করিয়ে দেবে এই অ্যাপ৷
নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রেরও জানান দেবে এই অ্যাপ৷ প্রয়োজনে টিকা নেওয়ার স্লটও বুক করা যাবে এই অ্যাপের মাধ্যমে৷ পরবর্তী কোন টিকা কবে নিতে হবে, তার রিমাইন্ডার দেবে অর্থাৎ, মনে করিয়ে দেবে এই অ্যাপ৷
advertisement
advertisement
advertisement