Children Covid 19 Vaccination: শিশুদের করোনা টিকা প্রদানের এই মুহূর্তে কোনও প্রয়োজন নেই: কেন্দ্রীয় সংস্থা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু ১২ বছরের নীচের শিশুরা এখনও করোনার টিকা পায়নি (Children Covid 19 Vaccination)।
#নয়াদিল্লি: করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্ক এখনও চলছে বিশ্বজুড়ে। নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। প্রথম থেকেই বিশেষজ্ঞ এবং চিকিৎসকেরা বলে এসেছেন, এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য করোনাবিধি এবং টিকাকরণ ছাড়া অন্য কোনও পথ আপাতত নেই। এই পরিস্থিতিতে ভারতে ব্যাপক হারে করোনার টিকাকরণ কর্মসূচি চালিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ১২ বছরের নীচের শিশুরা এখনও করোনার টিকা পায়নি (Children Covid 19 Vaccination)। শিশুদের করোনার টিকার বিষয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানাল নরেন্দ্র মোদি সরকারের টিকাকরণ কর্মসূচি সংক্রান্ত প্যানেল (Children Covid 19 Vaccination)। তাঁদের দাবি, এই মুহূর্তে শিশুদের করোনার টিকার কোনও প্রয়োজনীয়তা নেই (Children Covid 19 Vaccination)।
নিউজ ১৮ ডট কমের কাছে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনেশন ইন ইন্ডিয়া (NTAGI)-এর চিকিৎসক ডক্টর জয়প্রকাশ মুলিয়িল দাবি করেছেন, 'পরিসংখ্যান যা বলছে তাতে শিশুদের দ্রুত করোনার টিকা প্রদানের কোনও প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারকেও এই তথ্য দেওয়া হয়েছে। শিশুরা ঠিকই আছে এবং আমাদের এখনই শিশুদের করোনার টিকা দেওয়ার কোনও প্রয়োজন নেই।' যেহেতু শিশুদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তেমন কোনও নজির নেই, তাই দ্রুততার সাথে শিশুদের করোনার টিকা প্রদানের প্রয়োজন নেই বলেই দাবি করেছে NTAGI।
advertisement
আরও পড়ুন: WHO- এর ছাড়পত্র পেল 'কোভোভ্যাক্স', কেন এই ভ্যাক্সিন কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে মাইলফলক? জানাচ্ছেন বিশেষজ্ঞরা
নিউজ ১৮ ডট কমের কাছে একটি সাক্ষাৎকারে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনেশন ইন ইন্ডিয়া (NTAGI)-এর চিকিৎসক ডক্টর জয়প্রকাশ মুলিয়িল বলেছেন, 'ভারতে ১২ বছরের নীচে কোনও শিশুর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। আমরা ক্যান্সার, লিউকোমিয়া এবং অন্য অনেক রোগে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু নথিভুক্ত করেছি। কিন্তু সেগুলির সঙ্গে করোনার কোনও যোগ নেই।' ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনেশন ইন ইন্ডিয়া (NTAGI)-এর চিকিৎসক ডক্টর জয়প্রকাশ মুলিয়িল ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের একজন অধ্যাপক এবং দেশের অন্যতম সেরা মহামারী বিশেষজ্ঞ।
advertisement
advertisement
আরও পড়ুন: 'হিংসা-ঘৃণার কোনও স্থান নেই বাংলায়', পুরভোটে বিপুল জয় দেখে মনে করালেন অভিষেক!
যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও শিশুদের করোনা টিকা প্রদান না করা নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি। গত অক্টোবরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া সিনিয়র অফিসারদের জানিয়েছিলেন, শিশুদের জন্য দ্রুততার সঙ্গে করোনার টিকাপ্রদান শুরু করার প্রয়োজন এখনও নেই। NTAGI-ও কেন্দ্রকে তাঁদের সিদ্ধান্তের কথা জানানোর আগে আরও একবার সমীক্ষা ও পরিসংখ্যান খতিয়ে দেখে নিেত চায়। তাই ভারতে শিশুদের করোনার টিকাপ্রদান আপাতত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2021 3:36 PM IST