Nitin Nabin Political Career: নাড্ডার উত্তরসূরি, মাত্র ৪৫-এই বিজেপির শীর্ষ পদে বসছেন নীতীন নবীন! বিহারের তরুণ নেতায় কেন আস্থা, কে তিনি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কে এই নীতীন নবীন? জে পি নাড্ডার জায়গায় কেন তাঁর হাতেই এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে?
বেশ কিছুদিন ধরেই সম্ভাবনা তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত বিজেপি-র সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে রবিবার ঘোষণা করা হয়েছে বিহারের নেতা নীতীন নবীনের নাম৷ ধরে নেওয়া হচ্ছে, বিজেপি-র রীতি মেনে আগামী বছরের শুরুতে মকর সংক্রান্তির পরই জে পি নাড্ডার জায়গায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বিজেপি-র এই তরুণ নেতা৷
কিন্তু কে এই নীতীন নবীন? জে পি নাড্ডার জায়গায় কেন তাঁর হাতেই এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে?
বর্তমানে নীতীন নবীনের বয়স ৪৫ বছর৷ বিজেপি-র ইতিহাসে অন্যতম তরুণ নেতা হিসেবেই দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিতে চলেছেন তিনি৷ ওয়াকিবহল মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হল যে প্রশাসনিক এবং সাংগঠনিক অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলের উপরেই জোর দিতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
advertisement
advertisement
বয়স তুলনামূলক ভাবে কম হলেও, রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে নীতীন নবীনের৷ বিজেপি-র যুব মোর্চাতেও দীর্ঘদিন সংগঠন বিস্তারের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ সংগঠন বৃদ্ধি করতে গিয়ে জনসংযোগেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর৷
তরুণ, মতাদর্শের ভিত্তিতে গেরুয়া রাজনীতিকে বেছে নেওয়া নীতীন বরাবরই সাংগঠনিক স্তরেই কাজ করতে ভালবাসেন৷ তাঁকে দলের শীর্ষ পদে বসিয়ে বুঝিয়ে দেওয়া হল, দলের নেতৃত্বের রাশ এবার তরুণ প্রজন্মের হাতেই ছাড়া হচ্ছে৷ সম্প্রতি গুজরাতের উপমুখ্যমন্ত্রী হিসেবেও আর এক তরুণ নেতা হরিশ সাংঘভিকে দায়িত্ব দিয়েছে বিজেপি৷
advertisement
সাংগঠনিক দক্ষতার পাশাপাশি পরিষদীয় রাজনীতিতেও যথেষ্ট অভিজ্ঞ নীতীন নবীন৷ ইতিমধ্যেই পাঁচ বার বিহারের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি৷ বিহার সরকারের মন্ত্রী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ ফলে একাধিক নির্বাচনে প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও পরিচিত মুখ তিনি৷ বিজেপি-র অন্দরে তাঁর গুরুত্ব আরও বেড়েছে কারণ নীতি নির্ধারণের অভিজ্ঞতার পাশাপাশি বাস্তবের মাটিতে পা রেখে রাজনীতি করেন তিনি৷ এই মুহূর্তে তরুণ প্রজন্ম এবং প্রথম বারের ভোটারদের সমর্থন আদায় করাই বিজেপি নেতৃত্বের অন্যতম লক্ষ্য৷ সেই লক্ষ্য মাথায় রেখেই নীতীন নবীনের মতো তরুণ মুখকে বেছে নেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ বিজেপি-র যুব মোর্চাতেও দীর্ঘদিন ধরে সংগঠন বৃদ্ধিতে কাজ করার অভিজ্ঞতা থাকায় দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে দলের ক্যাডারদের আরও চাঙ্গা করতে বড় ভূমিকা নিতে পারেন বলেই ভরসা রাখছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
advertisement
নীতীন নবীনের মতো নেতাদের শীর্ষ স্তরে দায়িত্ব দিয়ে বিজেপি-র ভবিষ্যতের নেতৃত্বকেও তৈরি রাখার প্রক্রিয়া শুরু হয়ে গেল বলে মনে করা হচ্ছে৷ নীতীন নবীনকে দলের পরিশ্রমী একজন কর্মী এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে সফল একজন নেতা হিসেবেই প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
২০০৮ সালে বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন নীতীন নবীন৷ তার পরে ১৭ বছরে বিজেপি-তে তাঁর উত্থান সত্যিই চমকে দেওয়ার মতো৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 10:18 AM IST










