Ananat Ambani-Radhika Merchant: পরম আন্তরিকতা দিয়ে রাধিকাকে বরণ করেছিলেন নীতা! বাগদানের সেই মুহূর্ত আজও উজ্জ্বল

Last Updated:

Ananat Ambani-Radhika Merchant: গত বছর জানুয়ারিতে মুম্বইয়ে গোল ধানা অনুষ্ঠানে বাগদান হয় অনন্ত এবং রাধিকার। হবু পুত্রবধূকে প্রবল আন্তরিকতা দিয়ে নিজেদের বাসভবনে স্বাগত জানান নীতা অম্বানি।

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তার পরেই এক হবে চার হাত। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। সাতপাকে ঘুরতে চলেছেন তাঁরা।
গত বছর জানুয়ারিতে মুম্বইয়ে গোল ধানা অনুষ্ঠানে বাগদান হয় অনন্ত এবং রাধিকার। হবু পুত্রবধূকে প্রবল আন্তরিকতা দিয়ে নিজেদের বাসভবনে স্বাগত জানান নীতা অম্বানি। নিয়মরীতি মেনে তাঁকে বরণ করে নেন নিজের হাতে। সুসজ্জিত অ্যান্টিলিয়াতে রাধিকাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাধিকা তখন সম্মানের সঙ্গে তাঁর হাত জোড় করে পরিবারকে অভিবাদন জানান। আম্বানি পরিবারের বাকি সদস্যরাও উপস্থিত ছিলেন সেখানে। নয়া সদস্যের আগমনে হাসিতে উজ্জ্বল সকলের মুখ।
advertisement
advertisement
অনন্ত-রাধিকার বাগদান অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। সেখানে উপস্থিত ছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর, রণবীর-দীপিকা, সস্ত্রীক বরুণ ধাওয়ান, শাহরুখ খানের স্ত্রী-পুত্র গৌরী-আরিয়ান, সারা আলি খান, অর্জুন কাপুর, অনন্যা পাণ্ডে, জাহ্নবী-খুশি কাপুর, সলমন খান, শ্রেয়া ঘোষাল, কিরণ রাও, ঐশ্বর্য রাই বচ্চন প্রমুখরা।
advertisement
অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু। অতিথি তালিকায় থাকছেন দেশ-বিদেশের নানা তারকারা। প্রাক-বিবাহ উৎসবে অতিথিরা ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের স্বাদ পাবেন। তাঁরা উপহার হিসাবে গুজরাটের কচ্ছ এবং লালপুরের মহিলা কারিগরদের তৈরি ঐতিহ্যবাহী স্কার্ফও পাবেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ananat Ambani-Radhika Merchant: পরম আন্তরিকতা দিয়ে রাধিকাকে বরণ করেছিলেন নীতা! বাগদানের সেই মুহূর্ত আজও উজ্জ্বল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement