Anant Ambani-Radhika Merchant Wedding: অতিথি তালিকা যেন চাঁদের হাট! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে থাকছেন কারা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Wedding: দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা সাক্ষী হবেন অনন্ত-রাধিকার বিশেষ দিনগুলির। অতিথি তালিকায় কারা?
জামনগর: অপেক্ষার আর মাত্র কয়েকদিন। তার পরেই এক হবে চার হাত। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট সাতপাক ঘুরবেন। আগামী ১ থেকে ৩ মার্চ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা সাক্ষী হবেন অনন্ত-রাধিকার বিশেষ দিনগুলির।
জামনগর বিমানবন্দরে সাধারণত একক সংখ্যার বিমান অবতরণই দেখা যায়। তবে আম্বানি পরিবারের উৎসবের কারণে প্রায় ৫০টি বিমান অবতরণ হবে বলে জানা গিয়েছে। সেই শহরের সঙ্গে তাঁদের গভীর পারিবারিক সম্পর্কের কারণে এই স্থান আম্বানি পরিবারের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
কারা কারা আসছেন অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে?
advertisement
মরগান স্ট্যানলির সিইও টেড পিক, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনকের সিইও সুলতান আহমেদ আল জাবের-সহ বেশ কিছু তারকা এই উদযাপনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
তারকাখচিত অতিথি তালিকা এখানেই শেষ নয়। সৌদি আরামকোর চেয়ারপার্সন ইয়াসির আল রুমাইয়ান, এনভি ইনভেস্টমেন্টসের প্রতিষ্ঠাতা ভিভি নেভো, হার্ভার্ড বিজনেস স্কুলের প্রাক্তন ডিন নিতিন নোহরিয়া, CCRM নিউ ইয়র্কের সহ প্রতিষ্ঠাতা ডাঃ ব্রায়ান লেভিন, সোনির সিইও কেনিচিরো ইয়োশিদা, মুবাদালার সিইও এবং এমডি খালদুন আল মুবারক, ব্রুকফিল্ডের ম্যানেজিং পার্টনার অনুজ রঞ্জন, জেনারেল আটলান্টিকের চেয়ারম্যান এবং সিইও বিল ফোর্ড, স্যামসাং ইলেকট্রনিক্সের এক্সিকিউটিভ চেয়ারম্যান লি জে ইয়ং, ওকট্রি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সহ-প্রতিষ্ঠাতা হাওয়ার্ড মার্কস, ইয়র্ক ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা জেমস দিনান এবং হিলটন অ্যান্ড হাইল্যান্ডের চেয়ারম্যান রিচার্ড হিলটনও থাকবেন সেই অনুষ্ঠানে।
advertisement
প্রাক-বিবাহ উৎসবে অতিথিরা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ পাবেন। তাঁরা উপহার হিসাবে গুজরাটের কচ্ছ এবং লালপুরের মহিলা কারিগরদের তৈরি ঐতিহ্যবাহী স্কার্ফও পাবেন।
advertisement
উদযাপনের তিনটি রাতই হবে থিমভিত্তিক। প্রথম দিনটি ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’।ড্রেস কোড ‘এলিগ্যান্ট ককটেল’। বাকি দু’দিনও এমনই থিম-নির্ভর উদযাপনে মেতে উঠবেন সকলে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 7:30 PM IST