UNION BUDGET 2021: ৭৫ পেরোলেই দিতে হবে না আয়কর রিটার্ন, প্রবীণ নাগরিকদের স্বস্তি দিলেন নির্মলা

Last Updated:
#দিল্লি: প্রবীণদের আয়করে বড়সড় স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এবার থেকে ৭৫ বছর বা তার বেশি বয়সি যাঁরা পেনশন ভোগী এবং সুদের উপরে নির্ভরশীল, তাঁদের আয়কর রিটার্ন জমা দিতে হবে না৷ এই প্রবীণ নাগরিকদের উপার্জিত সুদের পুরোটাই করমুক্ত করা হয়েছে৷ ২০২১ সালের বাজেটে যা অন্যতম বড় ঘোষণা বলেই মনে করা হচ্ছে৷
বাজেটে প্রবীণদের আয়করে ছাড় দেওয়ার দাবি অনেক দিন ধরেই উঠছিল৷ ৭৫ বছর এবং তার বেশি বয়সিদের অর্জিত সুদের উপরে ছাড় দিয়ে সেই প্রত্যাশা পূরণেরই চেষ্টা করলেন নির্মলা৷ তবে ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন ঘোষণা করেননি নির্মলা৷
অর্থমন্ত্রী অবশ্য এ দিন বাজেট পেশ করতে গিয়ে বলেন, সাধারণ মানুষের উপরে করের বোঝা কমানো উচিত৷ যদিও ব্যক্তিগত আয়কর নিয়ে খুব বেশি শব্দ খরচ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
advertisement
advertisement
অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী অবশ্য বলছেন, এতে খুব বেশি লাভ হবে না৷ কারণ ৬০ বছরের উপরে একটা বড় সংখ্যক প্রবীণ নাগরিক এর সুবিধে পাবেন না৷  তার উপর ব্যাঙ্ক বা অন্যান্য় ক্ষেত্রে সুদের হার যে ভাবে কমছে, তাতে ৭৫ বছরের উপরে প্রবীণ নাগরিকরা সত্যিই কতটা কর ছাড়ের সুফল অনুভব করবেন, তাই নিয়েও প্রশ্ন তুলেছেন অজিতাভবাবু৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UNION BUDGET 2021: ৭৫ পেরোলেই দিতে হবে না আয়কর রিটার্ন, প্রবীণ নাগরিকদের স্বস্তি দিলেন নির্মলা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement