Nirmala Sitharaman Exclusive: ২০২২-এর বাজেট রক্ষণশীল নয়, বরং অনেক বেশি দায়িত্বশীল: নির্মলা সীতারমণ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
নেটওয়ার্ক ১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে বলেছেন, 'রক্ষণশীল হওয়া ভুল নয়, রক্ষণশীল হওয়ার মধ্যেও দায়িত্বশীলতা রয়েছে' (Nirmala Sitharaman Exclusive)।
#নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরদিনই বুধবার নেটওয়ার্ক ১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman Exclusive)। এদিন সাক্ষাৎকারে অর্থমন্ত্রীর দাবি, ২০২২-২৩ সালের বাজেট কোনও ভাবেই রক্ষণশীল নয়, বরং অনেক বেশি দায়িত্বশীল (Nirmala Sitharaman Exclusive)। তিনি নেটওয়ার্ক ১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে বলেছেন, 'রক্ষণশীল হওয়া ভুল নয়, রক্ষণশীল হওয়ার মধ্যেও দায়িত্বশীলতা রয়েছে' (Nirmala Sitharaman Exclusive)।
আরও পড়ুন: 'হাত' ধরবেন না, একলা চলতে আঞ্চলিক দলেই ভরসা মমতার
নির্মলা সীতারমণ বলেছেন, কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউ সামলানোর সময় দেশের অর্থনীতি অনেক চমকপ্রদ অধ্যায় দেখেছে। বিশেষ করে অশোধিত জিনিসের চড়া দাম বার বার দেশের অর্থনীতিকে পিছনে ঠেলে দিয়েছে। তিনি জানান, সর্বজনীন পরিকাঠামোগত বিনিয়োগ যে সরকারকে অনেক বেশি রাখতে হবে তা নিয়ে সরকারের কোনও দ্বিধা নেই। অর্থমন্ত্রী বলেছেন, 'আমরা রাজ্যগুলিকে গত বছরের মতোই সাহায্য চালিয়ে যেতে চাই'।
advertisement
আরও পড়ুন: 'বাজেটে হিরের দাম কমেছে, ডাল-ভাতের কথা ভাবেনি বিজেপি', তোপ তৃণমূল চেয়ারপার্সন মমতার
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নেটওয়ার্ক ১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে বলেছেন, 'আমরা ভেবেছিলাম যদি অর্থনীতি ভালো হয়, টাকা দেওয়ার বিপরীতে ইনফ্রা খরচের গুণক প্রভাব বেশি। আমরা একটি সর্বাধিক গুণক প্রভাব রাখতে চেয়েছিলাম যা অর্থনীতিতে প্রভাব ফেলবে। এই সন্ধিক্ষণে অর্থনীতির শক্তিশালী সমর্থন প্রয়োজন'। তিনি আশ্বাস দিয়েছেন যে, 'পূর্ববর্তী বছরগুলিতে সরকারের করা সমস্ত প্রতিশ্রুতি রয়েছে এবং যথাসময়ে তা কার্যকর করা হবে।'
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 7:09 PM IST