Mamata Banerjee attacks BJP: 'বাজেটে হিরের দাম কমেছে, ডাল-ভাতের কথা ভাবেনি বিজেপি', তোপ তৃণমূল চেয়ারপার্সন মমতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপার্সন পদে জয়ী হওয়ার পর ফের একবার বাজেট নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee attacks BJP)।
#কলকাতা: গতকালই কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee attacks BJP)। বাজেট ঘোষণার পর ট্যুইটে মমতা লিখেছিলেন, এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপার্সন পদে জয়ী হওয়ার পর ফের একবার বাজেট নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee attacks BJP)। এদিন নির্বাচনের জয়ী হওয়ার কথা ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূলের কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন (Mamata Banerjee attacks BJP), 'বাজেটে হিরের দাম কমেছে, মানুষের জন্য একটুও ভাবেনি কেন্দ্র। ডাল-ভাতের কথা ভাবা হয়নি। হিরের দাম কমিয়েছে।' পদ্মসম্মান প্রসঙ্গেও বিজেপিকে ফের একবার কাঠগড়ায় দাঁড় করান তৃণমূলনেত্রী। তাঁর কথায়, 'পদ্মভূষণ রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে, সন্ধ্যা দিকে অসম্মান করা হয়েছে।' এদিন ফের নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের বার্তা দিন তৃণমূল সুপ্রিমো।
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে অনেকটাই কমল করোনা সংক্রমণের হার ও আক্রান্ত, তবে চিন্তা মৃত্যু!
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা লড়তে তৈরি। আমরা বিজেপিকে হঠাতে তৈরি। সব আঞ্চলিক দল আসুন একসাথে কাজ করি৷ বিজেপিকে পরাস্ত করি। আমার একটাই লড়াই শিল্প আর কর্মসংস্থান করা।' তাঁর কথায়, 'বিজেপি চু কিতকিত দল। দুই পান্ডা তার। কিচ্ছু নেই বাজেটে। একটা কথা বলেনি মানুষের জন্যে। হিরে চায় হিরে। শাক, মাছ চায় না। হিরের ঝোল, তরকারি বানাবে। হিরের ঘন্ট খাবে। কিছু বললেই পেগাসাস, বিজেপির সবচেয়ে বড় দালাল নাভিশ্বাস। দুর্বিষহ রাজনৈতিক দল। দেশের পরম্পরা, হেরিটেজ নষ্ট করে দিয়েছে।'
advertisement
advertisement
আরও পড়ুন: তৃণমূলের চেয়ারপার্সন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু অতিমারি পরিস্থিতিতে বাজেট ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, কেন্দ্র তা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। এমন পরিস্থিতিতে মমতাও কেন্দ্রের সমালোচনায় সরব হন। ট্যুইটারে লেখেন, 'বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্য শূন্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি যাঁদের কাবু করে ফেলেছে। কেন্দ্রের মুখে শুধু বড় বড় কথা, যার কোনও গুরুত্বই নেই। এই বাজেট পেগাসাস স্পিন বাজেট। '
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 2:22 PM IST