তৃণমূলই বিকল্প৷ সেই শর্ত মেনে বিজেপিকে আটকাতে কংগ্রেস যদি জোটে আসতে চায়, তাহলে স্বাগত৷ গত ডিসেম্বরের মাঝামাঝি গোয়ায় কংগ্রেসের প্রতি কিছুটা নমনীয় হয়ে এমনই বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Congress)। কিন্তু বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের চেয়ারপার্সন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বিজেপিকে সরাতে আঞ্চলিক দলের ওপরেই ভরসা রাখছেন তিনি। কংগ্রেসকে ছাড়াই একলা চলার ডাক দিলেন মমতা (Mamata Banerjee on Congress)।
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা লড়তে তৈরি। আমরা বিজেপিকে হঠাতে তৈরি। সব আঞ্চলিক দল আসুন একসাথে কাজ করি৷ বিজেপিকে পরাস্ত করি। আমার একটাই লড়াই শিল্প আর কর্মসংস্থান করা।' তাঁর কথায়, 'বিজেপি চু কিতকিত দল। দুই পান্ডা তার। কিচ্ছু নেই বাজেটে। একটা কথা বলেনি মানুষের জন্যে। হিরে চায় হিরে। শাক, মাছ চায় না। হিরের ঝোল, তরকারি বানাবে। হিরের ঘন্ট খাবে। কিছু বললেই পেগাসাস, বিজেপির সবচেয়ে বড় দালাল নাভিশ্বাস। দুর্বিষহ রাজনৈতিক দল। দেশের পরম্পরা, হেরিটেজ নষ্ট করে দিয়েছে।' ছবি ও তথ্য-- আবীর ঘোষাল