#নয়াদিল্লি: পিএনবি ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী নীরব মোদীর মুম্বইয়ের ওরলির বাসভবনে তিন দিন ধরে তল্লাশি চালিয়ে বহুমূল্যে রত্ন ও অলঙ্কার উদ্ধার করল সিবিআই ও ইডি। উদ্ধার হওয়া জিনিসগুলির দাম প্রায় ৭,৬০০ কোটি টাকা। প্রায় ২৫১টি জায়গায় তল্লাশি চালিয়ে ইডির আধিকারিকরা এ গুলি উদ্ধার করেন।ব্যাঙ্ক থেকে ১১,৪০০ কোটি টাকা ঋণ নিয়ে ফেরার নীরব মোদী বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। ওরলিতে নীরবের ম্যানশান সমুদ্রমহলে তল্লাশি চালিয়েছিল সিবিআই ও ইডি-র যৌথবাহিনী। সেই তল্লাশিতে উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে ১০ কোটি টাকার একটি আংটি ও ১.৪০ কোটি টাকার একটি ঘড়ি। এছাড়াও রয়েছে কোটি টাকার গয়না ও অয়েল পেন্টিং।
আরও পড়ুন:ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে কাঠগড়ায় নরেন্দ্র মোদি অ্যাপ
এর আগেও নীরব মোদির একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। অথচ হদিশ মেলেনি নীরব মোদি এবং মেহুল চোকসির।