ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে কাঠগড়ায় নরেন্দ্র মোদি অ্যাপ

Last Updated:

২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে বিজেপি ৷ ফেসবুক থেকে দেশের প্রায় ৬ কোটি মানুষের তথ্য হাতানোর অভিযোগ উঠেছে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ৷

#নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে বিজেপি ৷ ফেসবুক থেকে দেশের প্রায় ৬ কোটি মানুষের তথ্য হাতানোর অভিযোগ উঠেছে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ৷ সেই অভিযোগের রেশ এখনও কাটেনি ৷ এবার অভিযোগের তির নরেন্দ্র মোদি থুড়ি নরেন্দ্র মোদি অ্যাপের বিরুদ্ধে ৷ ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়াবহ অভিযোগ উঠল দেশের প্রধানমন্ত্রীর অ্যাপের বিরুদ্ধে ৷
নরেন্দ্র মোদি অ্যাপ ৷ এতেই ফাঁদ পেতেছে আমেরিকান সংস্থা ক্লেভার ট্যাপ ৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে এমনটাই তথ্য উঠে এসেছে ৷ এক ফরাসি গবেষক এলিয়ট অ্যালডারসনের দাবি, নরেন্দ্র মোদি অফিসিয়াল অ্যাপটিতে কোনও ব্যক্তি প্রোফাইল তৈরি করলেই তাঁর সমস্ত ব্যক্তিগত তথ্য ক্লেভা ট্যাপ সংস্থার নাগালে চলে আসে ৷ পাশাপাশি ফোনের অপারেটিং সিস্টেমসহ যাবতীয় তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ওই সংস্থার কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় ৷ এই সম্পূর্ণ বিষয়টিই টুইট করে জানান এলিয়ট ৷
advertisement
advertisement
advertisement
তবে, এখানেই শেষ নয় ৷ এলিয়ট টুইট করে জানিয়েছেন, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অর্থাৎ ইমেল আইডি, ছবি, লিঙ্গ এবং নামসহ সমস্ত বিষয়ই অনুমতি ছাড়াই ব্যবহার করে ক্লেভার ট্যাপ ৷ এমনটাই দাবি এলিয়টের ৷
উল্লেখ্য, নরেন্দ্র মোদি অ্যাপটি নিয়ন্ত্রনের দায়িত্ব রয়েছে গো ড্যাডির উপরে ৷ অ্যাপটিতে প্রোফাইল তৈরি করলেই নানা ফিসিং লিঙ্ক দেওয়া হয় ৷ ব্যবহারকারী অজান্তে যদি সেই লিঙ্কে ক্লিক করেন ৷ তাহলেই সমস্ত ব্যক্তিগত ডেটা আপনার ফাঁস হয়ে যাবে ৷ এমনটাই টুইট করে জানালেন এলিয়ট ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে কাঠগড়ায় নরেন্দ্র মোদি অ্যাপ
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement