ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে কাঠগড়ায় নরেন্দ্র মোদি অ্যাপ
Last Updated:
২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে বিজেপি ৷ ফেসবুক থেকে দেশের প্রায় ৬ কোটি মানুষের তথ্য হাতানোর অভিযোগ উঠেছে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ৷
#নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে বিজেপি ৷ ফেসবুক থেকে দেশের প্রায় ৬ কোটি মানুষের তথ্য হাতানোর অভিযোগ উঠেছে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ৷ সেই অভিযোগের রেশ এখনও কাটেনি ৷ এবার অভিযোগের তির নরেন্দ্র মোদি থুড়ি নরেন্দ্র মোদি অ্যাপের বিরুদ্ধে ৷ ব্যবহারকারীর অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়াবহ অভিযোগ উঠল দেশের প্রধানমন্ত্রীর অ্যাপের বিরুদ্ধে ৷
নরেন্দ্র মোদি অ্যাপ ৷ এতেই ফাঁদ পেতেছে আমেরিকান সংস্থা ক্লেভার ট্যাপ ৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে এমনটাই তথ্য উঠে এসেছে ৷ এক ফরাসি গবেষক এলিয়ট অ্যালডারসনের দাবি, নরেন্দ্র মোদি অফিসিয়াল অ্যাপটিতে কোনও ব্যক্তি প্রোফাইল তৈরি করলেই তাঁর সমস্ত ব্যক্তিগত তথ্য ক্লেভা ট্যাপ সংস্থার নাগালে চলে আসে ৷ পাশাপাশি ফোনের অপারেটিং সিস্টেমসহ যাবতীয় তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ওই সংস্থার কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় ৷ এই সম্পূর্ণ বিষয়টিই টুইট করে জানান এলিয়ট ৷
advertisement
When you create a profile in the official @narendramodi #Android app, all your device info (OS, network type, Carrier …) and personal data (email, photo, gender, name, …) are send without your consent to a third-party domain called https://t.co/N3zA3QeNZO. pic.twitter.com/Vey3OP6hcf
— Elliot Alderson (@fs0c131y) March 23, 2018
advertisement
advertisement
তবে, এখানেই শেষ নয় ৷ এলিয়ট টুইট করে জানিয়েছেন, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অর্থাৎ ইমেল আইডি, ছবি, লিঙ্গ এবং নামসহ সমস্ত বিষয়ই অনুমতি ছাড়াই ব্যবহার করে ক্লেভার ট্যাপ ৷ এমনটাই দাবি এলিয়টের ৷
উল্লেখ্য, নরেন্দ্র মোদি অ্যাপটি নিয়ন্ত্রনের দায়িত্ব রয়েছে গো ড্যাডির উপরে ৷ অ্যাপটিতে প্রোফাইল তৈরি করলেই নানা ফিসিং লিঙ্ক দেওয়া হয় ৷ ব্যবহারকারী অজান্তে যদি সেই লিঙ্কে ক্লিক করেন ৷ তাহলেই সমস্ত ব্যক্তিগত ডেটা আপনার ফাঁস হয়ে যাবে ৷ এমনটাই টুইট করে জানালেন এলিয়ট ৷
Location :
First Published :
March 24, 2018 5:21 PM IST