Tripura New Cabinet: ত্রিপুরায় আজ নয়া মন্ত্রিসভা, পুরনো মুখেই আস্থা নতুন মুখ্যমন্ত্রীর

Last Updated:

ত্রিপুরার নতুন মন্ত্রিসভায় নতুন মুখ ২ জন। বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া এবং আইপিএফ টি বিধায়ক প্রেম কুমার রিয়াং।

প্রাক্তনের শুভেচ্ছা বর্তমানকে৷
প্রাক্তনের শুভেচ্ছা বর্তমানকে৷
#আগরতলা: ত্রিপুরায় আজ ঘোষণা হবে নতুন মন্ত্রিসভা। পুরনো মুখরাই থাকছেন  মানি সাহার মন্ত্রিসভায়।  উপ মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হচ্ছে জিষ্ণু দেব বর্মার নামই। বাদ যাচ্ছেন জোট সঙ্গী দলের এক বিধায়ক, এমনই সূত্রের খবর।
পুরনো মুখেই আস্থা বিজেপির।বিপ্লব দেব সরলেও, মন্ত্রিসভায় বড়সড় রদবদল হচ্ছে না। ইতিমধ্যেই চিকিৎসক মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসাবে যে মন্ত্রিসভা গঠন করছেন তার সদস্য সংখ্যা ১১ জন। এর মধ্যে বিজেপি থেকে রয়েছেন ৯ জন ও জোট সঙ্গী দল আইপিএফটি থেকে আছেন ২ জন।
advertisement
advertisement
মন্ত্রিসভার সদস্যরা হতে চলেছেন, জিষ্ণু দেব বর্মা, নরেন্দ্র চন্দ্র দেব বর্মা, রতন লাল নাথ, প্রাণজিৎ সিংহ রায়, মনোজ কান্তি দেব, শান্তনা চাকমা, রাম প্রসাদ পাল, ভগবান চন্দ্র দাস, সুশান্ত চৌধুরী, রামাপদ জামাতিয়া ও প্রেম কুমার রেয়াং।
ত্রিপুরার নতুন মন্ত্রিসভায় নতুন মুখ ২ জন।  বিজেপি বিধায়ক  রামপদ জমাতিয়া এবং আইপিএফ টি বিধায়ক  প্রেম কুমার রিয়াং।  মন্ত্রিসভা থেকে  বাদ পড়লেন মেবার কুমার জামাতিয়া। রাজ ভবনের কাছে নয়া মন্ত্রিসভার ১১ সদস্যের নাম ইতিমধ্যেই পাঠানো হয়েছে৷ প্রস্তাব করা হয়েছে উপ মুখ্যমন্ত্রী হিসাবে সেই জিষ্ণু দেব বর্মার নাম।
advertisement
প্রসঙ্গত, জিষ্ণু দেব বর্মার ছেলে কিছুদিন আগেই ত্রিপুরার এক হোটেলে অভব্য আচরণ করে সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে৷ এই বিষয়ে একাধিকবার বিরোধীরা সরব হয়েছে। তার পরেও জিষ্ণু বাবুকে উপ মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় রেখে দেওয়া অনেকেরই নজরে এসেছে।
advertisement
এছাড়া আগ্রহ তৈরি হয়েছে আরও একটি নামকে ঘিরে। তিনি হলেন রাম প্রসাদ পাল। মানিক সাহাকে মুখ্যমন্ত্রী বাছায় বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে ক্ষোভে ফেটে পড়েছিলেন রামপ্রসাদ৷  কার্যত চেয়ার ছুড়ে মারতে যান তিনি৷ এমন কি, তিনি যে আচরণ তৈরি করেন তা অনেকেরই নজরে এসেছে। মানিক সাহা রাজ্য সভাপতি থাকাকালীনও একাধিকবার তাঁর বিরোধিতা করেছেন রাম প্রসাদ পাল।এর পরেও রাজ্য নয়া মন্ত্রিসভায় রাখা হয়েছে রাম প্রসাদকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura New Cabinet: ত্রিপুরায় আজ নয়া মন্ত্রিসভা, পুরনো মুখেই আস্থা নতুন মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement