Arjun Singh: ফের বিস্ফোরক অর্জুন সিং! নাড্ডার সঙ্গে বৈঠকের আগেই ফাটালেন বোমা, যা বললেন বিজেপি সাংসদ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Arjun Singh: অর্জুন সিং রবিবার সাংবাদিকদের বলেন এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। তাঁর কথায়, "ঢাল নেই তরোয়াল নেই। নিধিরাম সর্দার।"
#কলকাতা: ফের 'বেসুরো' অর্জুন সিং। সোমবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হতে চলেছে এই বিজেপি নেতার। তার আগেই ফের একবার বোমা ফাটালেন অর্জুন সিং (Arjun Singh)। প্রকাশ্যেই বলে বসলেন, "BJP-তে দায়িত্বপ্রাপ্তরা অনেকেই কাজের নন।
অর্জুন সিং রবিবার সাংবাদিকদের বলেন এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। তাঁর কথায়, "ঢাল নেই তরোয়াল নেই। নিধিরাম সর্দার। এরা সোশাল সাইটে রাজনীতি করে। সঠিক ব্যক্তিরা দায়িত্ব না পেলে লাভ নেই। এরাজ্যে ক্ষমতায় আসতে পারবে না BJP।"
advertisement
advertisement
বারাকপুরের বিজেপি (BJP) সাংসদের দাবি, রাজ্যে দলের দায়িত্বে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের কোনও সাংগঠনিক ক্ষমতা নেই। তাঁরা অনেকেই কাজের নন। বরং সেই সমস্ত ব্যক্তিরা দলের ভিতরে থেকে ক্ষতি করছেন। দলের কর্মঠ কর্মীদের কাজে লাগানো হচ্ছে না। সঠিক লোককে সঠিক দায়িত্ব না দিলে, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে না।
advertisement
নিজেরই দলের নেতৃত্বের সমালোচনায় সোচ্চার অর্জুন সিং আরও বলেন, "এখানে নিজের গ্রুপ বানানোর চেষ্টা হচ্ছে। দল বড় হলে গোষ্ঠাদ্বন্দ্ব থাকে। অন্যদলে সব সময় গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, কিন্তু ভোটের সময় এক হয়ে যায়। আমাদের এখানে সব সময় দেখায় এক, ভোটের সময় আলাদা হয়ে যায়।"
advertisement
কার্যত, সম্প্রতি শাসকদলের সুরেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হয়েছেন অর্জুন। বাংলার সঙ্গে অন্য রাজ্যের রাজনীতিক ফারাক রয়েছে বলে কেন্দ্রীয় নেতৃত্বকে আরও একবার এদিন মনে করিয়ে দেন বারাকপুরেরা সাংসদ। একইসঙ্গে তাঁর দাবি, “সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করে বড়ো নেতা হতে চায় বঙ্গ বিজেপির অনেকে। কিন্তু হোয়াটস অ্যাপ আর ফেসবুকে রাজনীতি করে এখানে সংগঠন করা যাবে না। বাংলায় রাজনীতি করতে হলে তৃণমূলস্তরে নেমে রাজনীতি করতে হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 5:06 PM IST