Tomato Flu: এই ভুলগুলি করছেন না তো? ছোটোখাটো ভুলেই কিন্তু টমেটো ফ্লু হতে পারে! আতঙ্কিত নয়, সতর্ক থাকুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Tomato Flu: টমেটো জ্বর হল এক ধরনের ফ্লু যা ছোট বাচ্চাদের আক্রমণ করে। তবে এর প্রকৃত কারণ জানা যায়নি। অনেক বিশেষজ্ঞ এর পেছনে ডেঙ্গু বা চিকুনগুনিয়াকে কারণ হিসেবে উল্লেখ করছেন।
করোনা অতিমারীর আতঙ্ক না যেতেই এবার ভয় বাড়াচ্ছে টমেটো ফ্লু। দক্ষিণ ভারতের কেরলের কোল্লাম জেলায় টমেটো জ্বরের প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ। ৫ বছরের কম বয়সি শিশুরা মূলত এই জ্বরের শিকার হচ্ছে। বর্তমানে এই জ্বরের প্রকৃত কারণ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া না গেলেও এর প্রকোপ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
advertisement
advertisement
টমেটো জ্বর কি? টমেটোর সঙ্গে সম্পর্কই বা কী? টমেটো জ্বর হল এক ধরনের ফ্লু যা ছোট বাচ্চাদের আক্রমণ করে। তবে এর প্রকৃত কারণ জানা যায়নি। অনেক বিশেষজ্ঞ এর পেছনে ডেঙ্গু বা চিকুনগুনিয়াকে কারণ হিসেবে উল্লেখ করছেন। এই ধরনের ফ্লুতে শিশুদের ত্বকে লাল ফোসকা দেখা যায়, কখনও কখনও তারা টমেটোর আকারে দেখা দিতে শুরু করে। এই কারণেই একে টমেটো জ্বর বলা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
কী ভাবে টমেটো জ্বর এড়ানো যায়? আপনার বাড়ির ভিতরে এবং চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখুন -শিশুর শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে তাতে আঁচড় দেওয়া বন্ধ করুন। আপনার সুস্থ বাচ্চাদের সংক্রামিত রোগী থেকে দূরে রাখুন এবং তাদের জিনিস ব্যবহার করা এড়িয়ে চলুন - গ্রীষ্মকালে শরীরে জলের অভাব যেন না হয়। ফলের রস পান করতে থাকুন।