কী কাণ্ড! স্কুলের অনুষ্ঠানে ‘আঁখ মারে’র তালে তুমুল নাচ প্রবীণ সাংসদের, ভিডিও ভাইরাল
Last Updated:
#মুম্বই: শালীনতা ঠিক কী ? এই প্রশ্নটাই ঘুরে-ফিরে উঠতে শুরু করেছে ৷ রাজনীতিতে মাঝে-মধ্যেই শালীনতার সীমা লঙ্ঘন করার অনাকাঙ্খিত ঘটনা ঘটে ৷ এর মধ্যে কোনওটা নিয়ে কথা হয়, আবার কোনওটা নিয়ে তেমনই আলোচনা হয় না ৷
মহারাষ্ট্রের ভাণ্ডারায় একটি স্কুলের অনুষ্ঠানে এনসিপি’র সাংসদ মধুকর কুকড়ে যে কাণ্ড ঘটালেন, তা নিয়ে ধুন্ধুমাক পড়ে গিয়েছে ৷ কিন্তু ঠিক কী কাণ্ড ঘটিয়েছেন তিনি ?
গতকাল রবিবার ৷ মহারাষ্ট্রের ভাণ্ডারার একটি স্কুলে অনুষ্ঠান চলছিল ৷ আর সেখানেই চটুল হিন্দি গানের তালে কোমর দোলালেন এলাকার সাংসদ মধুকর ৷ ‘আঁখ মারে ও লেড়কি আঁখ মারে’-গানের রিমেক। যেটা রণবীর সিংহের সদ্য মুক্তি পাওয়া ছবি সিম্বায় সুপারহিট হয়েছে।
advertisement
advertisement
স্কুলের অনুষ্ঠানে ‘আঁখ মারে’ গানের সঙ্গে নাচ মঞ্চস্থ হতে পারে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন মারাঠা মুলুকের রক্ষণশীলরা। কিন্তু তার থেকেও বেশি সমালোচনা শুরু হয়েছে কুকড়ের নাচ নিয়ে।
প্রবীণ এই রাজনীতিক আগে বিজেপি-তে ছিলেন। ২০১৭ সালে বিজেপি-র ভাণ্ডারা-গোন্ডিয়ার সাংসদ নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে দল ছাড়েন। তাই সেখানে উপ নির্বাচন অনিবার্য হয়ে ওঠে। এবং সেই উপ নির্বাচনে এনসিপি থেকে টিকিট পেয়ে তাঁর পুরনো দলের প্রার্থীকে ৪৮ হাজার ভোটে পরাস্ত করেছিলেন মধুকর। ঘটনায় অস্বস্তিতে পড়েছে শরদ পওয়ারের দল এনসিপি। দলের মুখপাত্র ডিপি ত্রিপাঠি বলেন, কাণ্ডজ্ঞানহীন কাজ করেছেন মধুকর। তাঁর উচিত এলাকার মানুষের থেকে ক্ষমা চেয়ে নেওয়া।
advertisement
#WATCH NCP MP from Bhandara-Gondiya Madhukar Kukade dances with students during a school function in Bhandara. #Maharashtra (5.1.19) pic.twitter.com/tCJJB9igxr
— ANI (@ANI) January 7, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2019 1:19 PM IST