কী কাণ্ড! স্কুলের অনুষ্ঠানে ‘আঁখ মারে’র তালে তুমুল নাচ প্রবীণ সাংসদের, ভিডিও ভাইরাল

Last Updated:
#মুম্বই: শালীনতা ঠিক কী ? এই প্রশ্নটাই ঘুরে-ফিরে উঠতে শুরু করেছে ৷ রাজনীতিতে মাঝে-মধ্যেই শালীনতার সীমা লঙ্ঘন করার অনাকাঙ্খিত ঘটনা ঘটে ৷ এর মধ্যে কোনওটা নিয়ে কথা হয়, আবার কোনওটা নিয়ে তেমনই আলোচনা হয় না ৷
মহারাষ্ট্রের ভাণ্ডারায় একটি স্কুলের অনুষ্ঠানে এনসিপি’র সাংসদ মধুকর কুকড়ে যে কাণ্ড ঘটালেন, তা নিয়ে ধুন্ধুমাক পড়ে গিয়েছে ৷ কিন্তু ঠিক কী কাণ্ড ঘটিয়েছেন তিনি ?
গতকাল রবিবার ৷ মহারাষ্ট্রের ভাণ্ডারার একটি স্কুলে অনুষ্ঠান চলছিল ৷ আর সেখানেই চটুল হিন্দি গানের তালে কোমর দোলালেন এলাকার সাংসদ মধুকর ৷ ‘আঁখ মারে ও লেড়কি আঁখ মারে’-গানের রিমেক। যেটা রণবীর সিংহের সদ্য মুক্তি পাওয়া ছবি সিম্বায় সুপারহিট হয়েছে।
advertisement
advertisement
স্কুলের অনুষ্ঠানে ‘আঁখ মারে’ গানের সঙ্গে নাচ মঞ্চস্থ হতে পারে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন মারাঠা মুলুকের রক্ষণশীলরা। কিন্তু তার থেকেও বেশি সমালোচনা শুরু হয়েছে কুকড়ের নাচ নিয়ে।
প্রবীণ এই রাজনীতিক আগে বিজেপি-তে ছিলেন। ২০১৭ সালে বিজেপি-র ভাণ্ডারা-গোন্ডিয়ার সাংসদ নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে দল ছাড়েন। তাই সেখানে উপ নির্বাচন অনিবার্য হয়ে ওঠে। এবং সেই উপ নির্বাচনে এনসিপি থেকে টিকিট পেয়ে তাঁর পুরনো দলের প্রার্থীকে ৪৮ হাজার ভোটে পরাস্ত করেছিলেন মধুকর। ঘটনায় অস্বস্তিতে পড়েছে শরদ পওয়ারের দল এনসিপি। দলের মুখপাত্র ডিপি ত্রিপাঠি বলেন, কাণ্ডজ্ঞানহীন কাজ করেছেন মধুকর। তাঁর উচিত এলাকার মানুষের থেকে ক্ষমা চেয়ে নেওয়া।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
কী কাণ্ড! স্কুলের অনুষ্ঠানে ‘আঁখ মারে’র তালে তুমুল নাচ প্রবীণ সাংসদের, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement