সাফল্য মাওবাদী দমনে, সিআরপিএফ জওয়ানদের ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর

Last Updated:

মাওবাদী সমস্যার সমাধানে সফল হয়েছে সরকার ৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে তারা এখন পিছু হটছে ৷ কারণ নিরাপত্তারক্ষীর গুলিতে মাওবাদীদের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷

#গুরগাঁও: মাওবাদী সমস্যার সমাধানে সফল হয়েছে সরকার ৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে তারা এখন পিছু হটছে ৷ কারণ নিরাপত্তারক্ষীর গুলিতে মাওবাদীদের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ শনিবার সিআরপিএফের ৭৯ তম রাইজিং ডে উপলক্ষ্যে এক আলোচনা সভায়  এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
সাম্প্রতিক অতীতে মাওবাদীরা লড়াইয়ে পিছু হটছে ৷ এর অন্যতম কারণ তারা জীবনের মূল স্রোতে ফিরতে চাইছে ৷ এমনটাই ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ পাশাপাশি তিনি বলেন, লড়াইয়ে জেরে তাদের অস্ত্রশস্ত্রের পরিমাণ কমে আসছে ৷ এমনকী, সিআরপিএফ জওয়ানদের গুলিতে মাওবাদী নেতারা নিহত হচ্ছে ৷ তাই তাদের আন্দোলনও বেশ কিছুটা থিতিয়ে পড়েছে বলে মত স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ পাশাপাশি, রাজনাথ বলেন, মাওবাদী দমন একসময় দেশের কাছে একটি বড়সড় চ্যালেঞ্জ ছিল ৷ কিন্তু চ্যালেঞ্জ মেটাতে আজ অনেকটাই সফল হয়েছে সরকার ৷ সেই কারণে সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে ধন্যবাদ জানালেন রাজনাথ সিং ৷
advertisement
advertisement
চলতি মাসের শুরুতে ছত্তিশগড়ের সুকমাতে মাওবাদীদের গুলিতে প্রাণ হারান ৯ জন সিআরপিএফ জওয়ান ৷ সেই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই এদিন এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
advertisement
এদিনের অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তারক্ষীদের উদ্দেশে বলেন, মাওবাদী অধ্যুষিত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে ৷ সেই কারণে সরকারের নানা স্কিম গুলোর প্রচার চালাতে হবে সেই সমস্ত অশান্ত জায়গাগুলিতে ৷ যাতে দেশের সরকারের প্রতি ওই সমস্ত এলাকার সাধারণ মানুষের আস্থা আরও বেড়ে যায় ৷ একইসঙ্গে তিনি বলেন, মাওবাদী হামলা এখনও পুরো কমে আসেনি ৷ তবে, দিনকে দিন তা কমে আসবে বলেও আশাবাদী রাজনাথ সিং ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাফল্য মাওবাদী দমনে, সিআরপিএফ জওয়ানদের ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement