Tejashwi Yadav: চাকরির বদলে জমি মামলায় ফের তলব, স্ত্রীকে ঢাল করলেন লালু পুত্র তেজস্বী

Last Updated:

Tejashwi Yadav: চাকরির বদলে জমি নেওয়ার অভিযোগের মামলায় শনিবার ফের বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করল সিবিআই৷

চাকরির বদলে জমি মামলায় ফের তলব, স্ত্রীকে ঢাল করলেন লালু পুত্র তেজস্বী
চাকরির বদলে জমি মামলায় ফের তলব, স্ত্রীকে ঢাল করলেন লালু পুত্র তেজস্বী
বিহারঃ চাকরির বদলে জমি নেওয়ার অভিযোগের মামলায় শনিবার ফের বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তলব করল সিবিআই৷ এই একই মামলায় শুক্রবার ইডি তেজস্বী যাদবের দিল্লির বাসভবনে ১৫ ঘন্টা ধরে অভিযান চালায়। তেজস্বী যাদব অবশ্য স্ত্রীর স্বাস্থ্যের কথা উল্লেখ করে তাঁকে জিজ্ঞাসাবাদের দিন পিছিয়ে দেওয়ার জন্য তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছেন। সূত্রের খবর, তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী যাদব অন্তঃসত্ত্বা।
সিবিআই সূত্রের খবর, এই মামলায় গত ৪ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তেজস্বীকে। এবার দ্বিতীয়বারের জন‍্য তাঁকে তলব করা হল। আগের বারও সুকৌশলে সেই হাজিরা এড়ান লালু-পুত্র। যে কারণ শনিবার ফের তলব করা হয়েছে তাঁকে৷
আরও পড়ুনঃ রেল স্টেশনে এবার ট্রান্স টি-স্টল, রূপান্তরকামীদের জন্য রেলের অভিনব উদ্যোগ
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতাকে শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছিল, কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সিবিআই সদর দফতরে পৌঁছননি। এই একই মামলায় সম্প্রতি ইডি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে যথাক্রমে দিল্লি ও পাটনায় জিজ্ঞাসাবাদ করে।
advertisement
advertisement
অভিযোগ, লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন ইউপিএ-১ সরকারের সময় এই দুর্নীতি হয়েছিল। অভিযোগ রয়েছে যে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে যাদব পরিবার এবং এর সহযোগীদের সস্তায় জমি উপহার দেওয়া বা বিক্রি করার বিনিময়ে ভারতীয় রেলের বিভিন্ন জোনে গ্রুপ ডি-পদে বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ করা হয়। এবার সেই অভিযোগেই সিবিআই তলব করল লালু পুত্র তেজস্বীকে।
বাংলা খবর/ খবর/দেশ/
Tejashwi Yadav: চাকরির বদলে জমি মামলায় ফের তলব, স্ত্রীকে ঢাল করলেন লালু পুত্র তেজস্বী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement