Transgender Tea stall: রেল স্টেশনে এবার ট্রান্স টি-স্টল, রূপান্তরকামীদের জন্য রেলের অভিনব উদ্যোগ

Last Updated:

Transgender Tea stall: রেল চাইছে দেশের অন্যান্য প্রান্তেও এই টি-স্টল খোলা হোক। ইতিমধ্যে শুধু উত্তর পূর্ব সীমান্ত রেলের একাধিক স্টেশনে শীঘ্রই এই ট্রান্স টি-স্টল খোলার জন্য আলোচনা এগোচ্ছে।

ট্রান্স টি স্টল
ট্রান্স টি স্টল
গুয়াহাটি: গুয়াহাটি রেলওয়ে স্টেশনে খোলা হল ট্রান্স টি স্টল। ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরকামীদের জন্য ভারতীয় রেলওয়েতে প্রথমবার এমন একটি অভিনব উদ্যোগ। ট্রান্সজেন্ডারদের ক্ষমতায়ন করার লক্ষ্যে আজ গুয়াহাটি রেলওয়ে স্টেশনে সম্পূর্ণরূপে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের দ্বারা পরিচালিত একটি ট্র্যান্স টি স্টল খোলা হল। ভারতীয় রেলওয়েতে এই ধরনের উদ্যোগ প্রথমবারের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারাই গ্রহণ করা হল। এই কাজ অল অসম ট্রান্সজেন্ডার অ্যাসোসিয়েশনের সক্রিয় সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অনশুল গুপ্তা আজ ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড অফ অসম-এর অ্যাসোসিয়েটস ভাইস চেয়ারম্যান স্বাতী বিধান বরুয়ার উপস্থিতিতে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে 'ট্রান্স টি স্টল'-এর উদ্বোধন করেন।
advertisement
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী অনশুল গুপ্তা বলেন, "উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে রূপান্তরকামীদের ক্ষমতায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। কেবল ভারতীয় রেলওয়ের নিরিখে নয়, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতেও এই ধরনের উদ্যোগ এটিই প্রথম। এছাড়াও এই পদক্ষেপ যে কোনও কেন্দ্রীয় সরকারের সংস্থায় এটিই প্রথম এবং ভবিষ্যতেও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এমন আরও পদক্ষেপ গ্রহণ করবে।" স্বাতী বিধান বরুয়া উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই উদ্যোগের প্রশংসা করে আনন্দ প্রকাশ করেন।
advertisement
ভারতীয় সরকার রূপান্তরকামীদের জন্য 'জীবিকা ও উদ্যোগের জন্য উপেক্ষিত ব্যক্তিদের সাহায্য' শিরোনামে একটি সর্বাঙ্গীণ প্রকল্পে অনুমোদন জানিয়েছে। যার মধ্যে রূপান্তরকামীদের কল্যাণের সর্বাঙ্গীণ পুনর্বাসনের জন্য একটি উপ-প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
ভারতীয় রেলওয়ের উদ্যোগে এই ধরনের পদক্ষেপ এটিই প্রথম। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে এই অঞ্চলের অন্যান্য রেলওয়ে স্টেশনেও এমন ধরনের ট্রান্স টি স্টল পরিচালনা করার পরিকল্পনা করা হয়েছে। রেল চাইছে দেশের অন্যান্য প্রান্তেও এই টি-স্টল খোলা হোক। ইতিমধ্যে শুধু উত্তর পূর্ব সীমান্ত রেলের একাধিক স্টেশনে শীঘ্রই এই ট্রান্স টি-স্টল খোলার জন্য আলোচনা এগোচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Transgender Tea stall: রেল স্টেশনে এবার ট্রান্স টি-স্টল, রূপান্তরকামীদের জন্য রেলের অভিনব উদ্যোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement