Narendra Modi: নির্বাচনমুখী বিহারে বিরাট রোড শো! ৩ দিন ৫ রাজ্য ৬টা র‌্যালি, ঠাসা কর্মসূচিতে বাংলাকেও ছুঁয়ে যাচ্ছেন মোদি

Last Updated:

বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রধানমন্ত্রী মোদির এই দু’দিনের সফর৷ সফর চলাকালীন একাধিক রোড শো থেকে শুরু করে বিভিন্ন জনসভা করার কথা তাঁর৷ এই জনসভাগুলি থেকে আবারও তিনি পাকিস্তানকে জোরাল বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে৷

News18
News18
নয়াদিল্লি: দিনটা ছিল ২৪ এপ্রিল৷ বিহারের মধুবনীতে একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম শপথ নিয়েছিলেন যে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসবাদীদের সদর দফতর গুঁড়িয়ে দেবেন তিনি। অপারেশন সিঁদুরের পরে আগামী ২৯ মে দু’দিনের সফরে সেই বিহারেই ফিরছেন তিনি৷ জনগণকে জানাতে, কীভাবে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে তাঁর করা শপথ পূরণ করেছেন।
বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রধানমন্ত্রী মোদির এই দু’দিনের সফর৷ সফর চলাকালীন একাধিক রোড শো থেকে শুরু করে বিভিন্ন জনসভা করার কথা তাঁর৷ এই জনসভাগুলি থেকে আবারও তিনি পাকিস্তানকে জোরাল বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে৷
প্রধানমন্ত্রী মোদি ২৯ মে সকাল ১০:৪৫ মিনিটে প্রথমে সিকিমে অবতরণ করবেন এবং সিকিম রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালজোর স্টেডিয়ামে একটি জনসভা করবেন। তারপর ২৯ মে বিকেলে, তিনি আসবেন পশ্চিমবঙ্গে৷ সেখানে আলিপুরদুয়ারে একটি জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর।
advertisement
advertisement
তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় পটনার বিমানবন্দর থেকে বিহার বিজেপির সদর দফতর পর্যন্ত একটা বিশাল রোড শো করবেন মোদি। বিকেল ৫টার দিকে পটনায় অবতরণ করবেন, নতুন বিমানবন্দর উদ্বোধন করবেন, জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তারপর এক ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এই রোড শো।
advertisement
বৃহস্পতিবার রাতে পটনাতেই থাকার কথা তাঁর৷ তারপর ৩০ মে সকালে প্রধানমন্ত্রী বিহারের ভক্তিয়ারপুরে একটি বিশাল সমাবেশে যোগ দেবেন। প্রসঙ্গত, এই বছরের শেষের দিকে বিহারে নির্বাচন।
এরপর, প্রধানমন্ত্রী মোদি ৩০ মে বিকেলে কানপুর যাবেন এবং পহেলগাঁও হামলায় নিহত শুভম দ্বিবেদির পরিবারের সাথে দেখা করবেন। প্রধানমন্ত্রী মোদি কানপুরের সিএসএ গ্রাউন্ডে একটি জনসভাও করবেন বলে জানা গিয়েছে।
advertisement
আগামী ৩১ মে-ও ভোপালে একটি জনসভায় যোগ দেবেন তিনি৷ এটি সম্পূর্ণ মহিলাদের সমাবেশ হবে৷ অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে তাই এই সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ।
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: নির্বাচনমুখী বিহারে বিরাট রোড শো! ৩ দিন ৫ রাজ্য ৬টা র‌্যালি, ঠাসা কর্মসূচিতে বাংলাকেও ছুঁয়ে যাচ্ছেন মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement