PM Narendra Modi's Sikkim Visit: ৫০০ ড্রোনের আলোয় উদ্ভাসিত গ্যাংটকের আকাশ! বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তা সিকিমে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
PM Narendra Modi's Sikkim Visit:প্রধানমন্ত্রীর সফরের উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে মঙ্গলবার রাতে আকাশে ওড়ানো হয় ৫০০ ড্রোন। রকমারি ছবি ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
গ্যাংটক: সিকিম রাজ্যের ৫০তম বর্ষপূর্তি চলছে। তারই অঙ্গ হিসেবে আগামিকাল, বৃহস্পতিবার সকালে সিকিম পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই তাঁর সফর ঘিরে তুঙ্গে প্রস্তুতি! পালজোর স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে হিমালয়ের কোলে ছোট্ট এই পাহাড়ি রাজ্যকে।
প্রধানমন্ত্রীর সফরের উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে মঙ্গলবার রাতে আকাশে ওড়ানো হয় ৫০০ ড্রোন। রকমারি ছবি ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। যা আলোকিত করে তোলে গ্যাংটক শহরকে। আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সিকিমের আকাশ।

advertisement
আরও পড়ুন : ‘ফাঁকি দিলেই…’, এবার বিদেশি পড়ুয়াদের বিরাট হুঁশিয়ারি ট্রাম্পের! কোপে পড়বেন ভারতীয়রাও
বৃহস্পতিবার অনুষ্ঠানস্থলে কোনওরকম ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। পর্যটকদের জন্যেও নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার যাঁরা সিকিম ছেড়ে রওনা দেবেন, সেইসব পর্যটকদের সকাল ৬টার মধ্যে গ্যাংটক ছাড়বার অনুরোধ জানিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত যানজট এড়াতেই সিদ্ধান্ত। এই সফরে সিকিমে একাধিক প্রকল্পেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 9:02 AM IST