PM Narendra Modi: ধর্ম জেনে পহেলগাঁওয়ে হত্যা, পরমাণু হামলা নিয়ে ব্ল্যাকমেল করলে পাকিস্তানকে উচিত জবাব: মোদি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান গোটা বিশ্বের কাছে কাকুতি মিনতি করার পর এবং সন্ত্রাসে মদত না দেওয়ার আশ্বাসের পরই আপাতত অপারেশন সিঁদুর স্থগিত রেখেছে ভারত৷
অপারেশন সিঁদুরের পর দুঃসাহস দেখানোয় পাকিস্তানের বুকে হামলা চালিয়েছে ভারত৷ পাকিস্তান সংঘর্ষ বিরতির আর্জি জানানোয় এবং সন্ত্রাসবাদে মদত না দেওয়ার আশ্বাস দেওয়ার পরই ভারত আপাতত অভিযান স্থগিত রেখেছে৷ কিন্তু ভবিষ্যতে পাকিস্তানের ভূমিকা কী হয়, তার উপরে ভারত কড়া নজর রেখেছে৷ অপারেশন সিঁদুরের পর এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করতে এলে তার উপযুক্ত জবাব দেবে ভারত৷
এক নজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী কী বললেন?
- দেশের নিরাপত্তা বাহিনী, বিজ্ঞানী, গোয়েন্দা বাহিনী- সবাইকে ভারতীয়দের পক্ষ থেকে অভিনন্দন জানাই৷ আমাদের সেনাবাহিনী অসম্ভব সাহস দেখিয়ে অপারেশন সিঁদুরকে সফল করেছে৷ এই সাফল্যকে দেশের প্রত্যেক মাকে সমর্পিত করছি৷
- পহেলগাঁওয়ে ছুটি কাটাতে যাওয়া নির্দোষ ব্যক্তিদের পরিবার, সন্তানের সামনে ধর্ম জিজ্ঞেস করে হত্যা, সন্ত্রাসবাদের ভয়ঙ্কর চেহারাকে তুলে ধরেছে৷ দেশের সংহতিকে ভাঙার চেষ্টা হয়েছিল৷ কিন্তু গোটা দেশকে এই ঘটনা একসূত্রে বেঁধে দিয়েছিল৷ দেশের প্রত্যেক নাগরিক, সব রাজনৈতিক দল, সমাজের সব স্তর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য একজোট হয়েছিল৷ এই ঘটনা আমাকেও গভীর ভাবে পীড়া দিয়েছে৷ আমরা সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম৷ এবার সন্ত্রাসবাদীরা জেনে গিয়েছে ভারতের মা, বোনেদের সিঁদুর মুছে দিলে তার ফল কী হয়৷
- ৬ মে-র গভীর রাতে এবং ৭ মে সকালে এই প্রতিজ্ঞাকে পরিণামে বদলে যেতে দেখেছেন৷ ভারতীয় সেনা পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি, প্রশিক্ষণ শিবিরে বড়সড় হামলা চালায়৷ এত বড় আক্রমণ নেমে আসবে, তা সন্ত্রাসবাদীরা ভাবতে পারেনি৷ রাষ্ট্র, দেশ সবার আগে। তাই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়৷ ভারতীয় মিসাইল ড্রোন যখন আছড়ে পড়ল তখন শুধু জঙ্গিরা নয়, পাকিস্তানও কেঁপে গিয়েছিল৷ দুনিয়ার যেখানে যেখানে যত বড় বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, তা সে ৯/১১ হামলা হোক, লন্ডনের টিউব হামলা হোক বা ভারতের বুকে ঘটে চলা একের পর এক জঙ্গি হামলা- প্রত্যেকটির ঘটনার সূত্র কোনও না কোনও ভাবে সন্ত্রাসবাদের এই ঠিকানাগুলির সঙ্গে জোড়া ছিল৷ সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মুছেছে, তাই ভারত এই সমস্ত জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়েছে৷ একশোর বেশি কুখ্যাত জঙ্গিদের নিকেশ করা হয়েছে৷
- ভারতের এই পদক্ষেপে পাকিস্তান হতাশ হয়ে পড়েছে, ভয় পেয়েছে৷ আর সেই ভয় থেকেই পাকিস্তান আবার দুঃসাহস দেখিয়েছে৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে সাহায্য না করে ভারতের উপরেই হামলা চালাতে শুরু করে পাকিস্তান৷ ভারতের মন্দির, গুরুদ্বার, স্কুল, কলেজ, সাধারণ মানুষের ঘরবাড়ি, সেনা ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করেছে৷ কিন্তু তাতেও পাকিস্তানের চেহারা গোটা বিশ্বের সামনে বেআব্রু হয়ে গিয়েছে৷ ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সব চেষ্টা ব্যর্থ করেছে৷ পাকিস্তানের বুকে হামলা চালিয়েছে ভারত৷ পাকিস্তানের এয়ার বেস ধ্বংস করেছে ভারত৷ ভারতের মিসাইল ড্রোন পাকিস্তানে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে৷ তিন দিনেই এমন ক্ষতি হয়েছে পাকিস্তানের, যা তারা কল্পনা করতে পারেনি৷ এর পরেই পাকিস্তান গোটা বিশ্বের কাছে উত্তেজনা কমানোর জন্য হাতেপায়ে ধরতে থাকে৷ ১০ মে পাকিস্তানের পক্ষ থেকে আমাদের ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করে সংঘর্ষ বিরতি বন্ধের আর্জি জানানো হয়, সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করার আশ্বাস দেওয়া হয়৷ এর পরই আমরা অভিযান স্থগিত রেখেছি৷ তবে ভবিষ্যতে পাকিস্তানের ভূমিকার দিকে কড়া নজর রেখেছে আমাদের স্থল, বায়ু এবং নৌসেনা৷
- প্রধানমন্ত্রী এ দিন পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অদূর ভবিষ্যতে পরমাণু অস্ত্র নিয়ে ভারতকে ব্ল্যাকমেল করতে এলে উপযুক্ত জবাব দেওয়া হবে৷ ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস দমন, পাক অধিকৃত কাশ্মীর নিয়েই শুধুমাত্র ভারতের আলোচনা হবে৷ প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদ আর আলোচনা একসঙ্গে চলবে না৷ রক্ত এবং জল একসঙ্গে বইবে না৷ শুধু তাই নয়, ভবিষ্যতে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসে মদতকারীদের ভারত একই নজরে দেখবে বলেও জানিয়েছেন মোদি৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 8:26 PM IST










