Narendra Modi: পাখির চোখ ২০২৪, সরকারের সাফল্যের প্রচার চান মোদি! নির্দেশ মন্ত্রীদের
- Reported by:Rajib Chakraborty
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠক।
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? অন্তত রবিবার দিনভর মন্ত্রী পরিষদের বৈঠকের পর তেমনই মনে করছে রাজনৈতিক মহল। গতকীল মন্ত্রী পরিষদের সদস্যদের একগুচ্ছ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি দেশের কোণে কোণে পৌঁছে দেওয়ার উপর।
রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠক। বৈঠকে মন্ত্রিসভার সচিব, তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব এবং ডিওপিটি দফতরের সচিব পৃথক পৃথকভাবে প্রেজেন্টেশন দিয়েছেন।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। প্রথম দিন অর্থনৈতিক সমীক্ষা পেশ হবে। দ্বিতীয় দিন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে গতকালে মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
advertisement
advertisement
মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সব সদস্যকে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রীদের বলেছেন, এখন থেকে দেশের প্রতিটি কোণায় বাড়ি বাড়ি সরকারি প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জরুরি। এজন্য উদ্যোগ নিন মন্ত্রীরা। প্রধানমন্ত্রী বলেছেন, মন্ত্রীরা নিজের মন্ত্রকের কাজকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জোরদার প্রচার করুন। মোদী বলেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিজের মন্ত্রকের কাজকর্ম তুলে ধরুন মন্ত্রীরা।
advertisement
এ ছাড়াও প্রধানমন্ত্রীর পরামর্শ, জি-টোয়েন্টি সম্মেলনে ভারতের সভাপতিত্ব মস্ত বড় সাফল্য। এর প্রচার হওয়া উচিত। সামাজিক ও সাংস্কৃতিক সাফল্যের পাশাপাশি গরিব কল্যাণ যোজনার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। বৈঠকে মন্ত্রী পরিষদের সচিব ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রকল্পের প্রেজেন্টেশন দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব কিভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি সামাজিক মাধ্যমে তুলে ধরা যায়, সেই বিষয়ে প্রেজেন্টেশন দিয়েছেন। ডিওপিটি সচিব কেন্দ্রীয় প্রকল্পগুলি কতদূর সফল হয়েছে এবং প্রকল্প গুলি সম্পূর্ণ হতে কত সময় লাগবে, তা তুলে ধরেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
Jan 30, 2023 11:25 AM IST







