Union Budget 2023: বাজেটে কি বড় ঘোষণার সম্ভাবনা? সোমবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র

Last Updated:

Union Budget 2023: আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে।

সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার
সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার
নয়া দিল্লি: মঙ্গলবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। দুপুর ১২টায় সংসদ ভবন চত্বরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সংসদের উভয় কক্ষের বিভিন্ন দলের নেতারা।
সর্বদলীয় বৈঠকে বাজেট অধিবেশন চলাকালীন সংসদের উভয় কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইতে পারে।
advertisement
আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে সেন্ট্রাল হলে সকাল ১১টায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশনের প্রথম দিনে উভয় কক্ষে অর্থনৈতিক সমীক্ষাও পেশ করা হবে।
advertisement
কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে ১লা ফেব্রুয়ারি। এই সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলি তাদের দাবিগুলি উত্থাপন করবে এবং বাজেট অধিবেশনে উত্থাপিত বিষয়গুলি সরকারের কাছে তুলে ধরবে। এর পরে বিকেলে এনডিএ-র ফ্লোর লিডারদের বৈঠকও অনুষ্ঠিত হবে।
এবারের বাজেট অধিবেশন হবে দুই ভাগে। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই কেন্দ্রীয় বাজেট ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সম্ভবত শেষ পূর্ণাঙ্গ বাজেট।
advertisement
এই বছরের ৬ এপ্রিল পর্যন্ত বাজেট অধিবেশন চলবে এবং ৬৬ দিনে মোট ২৭টি অধিবেশন হবে। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। এই সময়ে সংশ্লিষ্ট দফতরগুলির সংসদীয় স্থায়ী কমিটি অনুদানের দাবিগুলি পরীক্ষা এবং সেই ভিত্তিতে প্রতিবেদন তৈরি করবে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৩ মার্চ থেকে এবং চলবে ৬ এপ্রিল পর্যন্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বাজেটে কি বড় ঘোষণার সম্ভাবনা? সোমবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement