Changes From 1st February: টান পড়তে পারে পকেটে, ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে এই জরুরি নিয়মগুলি
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Changes From 1st February: বাজেট পেশ থেকে ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন কিংবা এলপিজি সিলিন্ডারের দামে হেরফের সংক্রান্ত বেশ কিছু ঘোষণা হতে পারে।
নয়া দিল্লি: ১লা ফেব্রুয়ারি থেকে অর্থ সংক্রান্ত অনেক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এই নতুন নিয়ম সরাসরি প্রভাবিত করবে মধ্যবিত্ত সমাজকে। বাজেট পেশ থেকে ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন কিংবা এলপিজি সিলিন্ডারের দামে হেরফের সংক্রান্ত বেশ কিছু ঘোষণা হতে পারে।
ফেব্রুয়ারির শুরুতে মোদি সরকার লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। এমতাবস্থায় বাজেট থেকে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই সঙ্গে পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মেও। সাধারণ বাজেট পেশ করা হবে ১লা ফেব্রুয়ারি। এই বাজেট ঘিরে কর্পোরেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাকিয়ে রয়েছেন। এই বাজেটে বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে পারে।
advertisement
advertisement
ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ ব্যয়বহুল হতে চলেছে। ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ডধারীরা বড় ধাক্কা খেয়েছেন। কোম্পানি ঘোষণা করেছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের উপর ১ শতাংশ ফি চার্জ করবে। এই নিয়ম ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। এর মধ্যে প্রতি মাসের প্রথম তারিখে দাম বৃদ্ধি কিংবা ও হ্রাস পাওয়ার সম্ভবনা রয়েছে। আশা করা হচ্ছে দামের কোনও পরিবর্তন হবে না।
advertisement
টাটা মোটরস যাত্রীবাহী গাড়ির দাম ১.২ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।
দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস যাত্রীবাহী গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 9:26 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Changes From 1st February: টান পড়তে পারে পকেটে, ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে এই জরুরি নিয়মগুলি