Ayodhya Ram Temple: ‘ধ্বজারোহন’ ঘিরে উৎসব অযোধ্যায়, মন্দির সেজে উঠল ১০০ কেজির ফুলে! মোদির হাতেই উত্তোলন, উপস্থিত থাকছেন যোগী-ভাগবতও

Last Updated:

মঙ্গলবার রাম মন্দিরের পতাকা উত্তোলন প্রত্যক্ষ করতে হাজার হাজার ভক্তের জমায়েত হয়েছে অযোধ্যায়৷ এই পতাকার দৈর্ঘ্য ২২ ফুট, প্রস্থে ১১৷ মন্দিরের গর্ভগৃহের ১৬১ ফুট ব্যাসার্ধের চূড়ার উপরে ৪২ ফুট লাঠির মাথায় উত্তোলিত হবে পতাকাটি৷

News18
News18
অযোধ্যা: ২৪ নভেম্বর, মঙ্গলবার৷ আরেক ইতিহাস সৃষ্টি করতে চলেছে অযোধ্যা৷ মহা জাঁকজমক পূর্ণ পতাকা উত্তোলন উৎসবের আয়োজন করতে চলেছেন অযোধ্যার রামমন্দির কর্তৃপক্ষ৷ গত বছর এই দিনেই সম্পূর্ণ হয়েছিল রামমন্দিরের নির্মাণকাজ৷ সেই দিনটি উদযাপন করতেই এই আয়োজন
advertisement
জানা গিয়েছে, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের চূড়ায় থাকা গেরুয়া পতাকা উত্তোলন করবেন৷ তাঁর সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবত৷
advertisement
পতাকা উত্তোলন উৎসব উপলক্ষে ইতিমধ্যেই অযোধ্যা আসছেন বহু ভক্ত৷ সেজে উঠেছে মন্দির নগরী৷ ১০০ কিলোগ্রাম ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর৷
advertisement
পতাকা উত্তোলন কী?
মঙ্গলবার রাম মন্দিরের পতাকা উত্তোলন প্রত্যক্ষ করতে হাজার হাজার ভক্তের জমায়েত হয়েছে অযোধ্যায়৷ এই পতাকার দৈর্ঘ্য ২২ ফুট, প্রস্থে ১১৷ মন্দিরের গর্ভগৃহের ১৬১ ফুট ব্যাসার্ধের চূড়ার উপরে ৪২ ফুট লাঠির মাথায় উত্তোলিত হবে পতাকাটি৷
advertisement
এই পতাকায় রয়েছে তিনটি চিহ্ন৷ ওম, সূর্য এবং কবিদারা গাছ৷ ঐতিহ্য বলে, ঋষি কশ্যম মাদার এবং পারিজাত গাছের শঙ্করান করে কবিদারা গাছ সৃষ্টি করেছিলেন৷ সূর্য এখানে রামের সূর্যবংশী ধারার ইঙ্গিতবাহী৷ আর ওম তো আদি অন্ততের শব্দ চিহ্ন৷
advertisement
ধ্বজারোহন’ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ৬ হাজার অতিথি৷ থাকছেন মোদি, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, আদিত্যনাথ এবং মোহন ভাগবত৷
advertisement
মঙ্গলবার দুপুর ১২টায় পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে, প্রধানমন্ত্রী সকাল ১০টায় সপ্তমন্দির কমপ্লেক্স পরিদর্শন করবেন, যেখানে মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, মহর্ষি বাল্মীকি, দেবী অহল্যা, নিষাদরাজ গুহ এবং মাতা শবরীর মন্দির রয়েছে।
এরপর তিনি শেষাবতার মন্দির পরিদর্শন করবেন এবং তারপরে মাতা অন্নপূর্ণা মন্দির পরিদর্শন করবেন।
advertisement
প্রধানমন্ত্রী মোদি রাম দরবার গর্ভগ্রহে এবং ভগবান রামের মূর্তির সামনে প্রার্থনা করারও কথা রয়েছে, তারপরে তিনি পতাকা উত্তোলনের অনুষ্ঠান করবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ayodhya Ram Temple: ‘ধ্বজারোহন’ ঘিরে উৎসব অযোধ্যায়, মন্দির সেজে উঠল ১০০ কেজির ফুলে! মোদির হাতেই উত্তোলন, উপস্থিত থাকছেন যোগী-ভাগবতও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement