Rising Bharat Summit 2024: ‘নতুন ভারত সন্ত্রাসের ক্ষতকে সহ্য করে না’, রাইজিং ভারতে বললেন প্রধানমন্ত্রী মোদি

Last Updated:

Rising Bharat Summit 2024 Day 2: অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে সরকারি পরিষেবা৷ আটকানো গিয়েছে দূর্নীতি৷ সরকারি পরিষেবার তালিকা থেকে বাদ পড়েছে ১০ কোটি ভুয়ো নাম৷

রাইজিং ভারত সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রাইজিং ভারত সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়াদিল্লি: নিউজ ১৮-এর রাইজিং ভারত অনুষ্ঠানে এসে দেশকে আতঙ্কবাদ থেকে রক্ষা করার বিষয়টি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন, অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানেই তিনি তাঁর বক্তব্যের শুরুতেই তিনি বালাকোটের প্রসঙ্গ তোলেন৷ উল্লেখ্য, এর পাঁচ বছর আগে মোদি যখন এসেছিলেন এই অনুষ্ঠানে, সেদিনই বালাকোটে সার্জিকাল স্ট্রাইক ঘটিয়েছিল ভারতীয় সেনা৷ সেই কথা উল্লেখ করেন মোদি৷
তিনি প্রথমেই জঙ্গিগোষ্ঠীর কার্যকলাপ নিয়েও একাধিক প্রসঙ্গ তোলেন তিনি৷ বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসার পরে আমি ভাবছিলাম, এই এয়ারস্ট্রাইকের কথা৷’ তিনি তার পর বলেন, ‘এই নতুন ভারত কখনই সন্ত্রাসবাদকে কোনও স্থান দেয় না৷ বরং এটি জঙ্গিদের ধ্বংস অনেক বড় ক্ষতি করেছে৷ যাঁরা আমাদের দেশকে আতঙ্কে রাখত, সন্ত্রাসের সামনে রাখত, তাঁরা এখন কোথাওই নেই৷ এই নতুন ভারত সন্ত্রাসের জখমকে কখনই সহ্য করে না, সন্ত্রাসের ক্ষত যাঁরা উপহার দেয়, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়৷’
advertisement
advertisement
মোদি গত দেশ বছরে বিভিন্ন উন্নতির ঘটনা নিয়ে বলেন, ‘গত ১০ বছরে দেশের কতটা উন্নতি হয়েছে, গোটা পৃথিবী সেটা দেখছে৷’ মোদি উল্লেখ করেন, কী ভাবে দেশের অর্থনীতি এগিয়েছে, কী ভাবে ভারত অর্থনীতি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়েছে৷ পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন তিনি৷ প্রাক্তন কংগ্রেস সরকারকে আক্রমণ করে বলেন, এর আগের সরকার দুর্নীতিতে পূর্ণ মাত্রায় জড়িত হওয়ার পরেও কী ভাবে সেই দূর্নীতি লুকোবে সেই দিকে সরকারের নজর থাকত৷ কিন্তু আজ তা নয়৷ একসময় প্রভাবশালী দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের দিকে যেত না, তখন প্রশ্ন উঠত কেন এরা ছাড় পাচ্ছেন, আর এখন সরাসরি সব কাজ করছে ইডি, সিবিআই৷ এমনটাই তো হওয়া দরকার৷ ২০১৪ সাল থেকে দূর্নীতির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সরকার৷
advertisement
আরও পড়ুন – CNN News18 Rising Bharat Summit: ‘অমেঠি থেকে পালিয়েছেন, তিনি দেশের ভবিতব্য ঠিক করবেন?’ রাইজিং ভারত সামিটে বললেন স্মৃতি
দেশের একাধিক সরকারি প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে অর্থ পৌঁছে দেওয়ার কথাও তিনি বলেন৷ পাশাপাশি তিনি বলেন, অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে সরকারি পরিষেবা৷ আটকানো গিয়েছে দূর্নীতি৷ সরকারি পরিষেবার তালিকা থেকে বাদ পড়েছে ১০ কোটি ভুয়ো নাম৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rising Bharat Summit 2024: ‘নতুন ভারত সন্ত্রাসের ক্ষতকে সহ্য করে না’, রাইজিং ভারতে বললেন প্রধানমন্ত্রী মোদি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement