Modi mocks at Adhir Ranjan Chowdhury: 'অধীরবাবুর হাল দেখছি', বহরমপুরের সাংসদকে কী নিয়ে খোঁচা দিলেন মোদি?

Last Updated:

কংগ্রেস নেতাদের খোঁচা দিতে দিতে বহরমপুরের সাংসদ এবং লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকেও খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদি৷

অধীরকে খোঁচা মোদির৷
অধীরকে খোঁচা মোদির৷
নয়াদিল্লি: বাজেট অধিবেশনের জবাবি ভাষণ দিতে গিয়ে এ দিন কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধি৷ জওহরলাল নেহরুর ভারতীয়দের অলস বলা থেকে শুরু করে নাম না করে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকে খোঁচা দেওয়া, এ দিন কংগ্রসকে আক্রমণ করতে চেষ্টার ত্রুটি রাখেননি প্রধানমন্ত্রী৷
কংগ্রেস নেতাদের খোঁচা দিতে দিতে বহরমপুরের সাংসদ এবং লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকেও খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদি৷ কংগ্রেসের পরিবারতন্ত্রের সেবা করতে করতেই অধীরের রাজনৈতিক জীবন কেটে গেল, এমনই মন্তব্য করতে শোনা যায় মোদিকে৷
advertisement
এ দিন কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে ফের একবার পরিবারতন্ত্র নিয়ে সরব হন নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, একই পরিবার থেকে দশ জন রাজনীতিতে আসবেন, তাতে আমার কোনও আপত্তি নেই৷ কিন্তু একটিই পরিবার একটা দলের সব সিদ্ধান্ত নেবে, তাদের কথায় সব হবে, এটা গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক৷ এই পরিবারতন্ত্রের জন্যই আজকে কংগ্রেসের এই অবস্থা৷
advertisement
এর পরেই বিরোধী বেঞ্চে বসা অধীরের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘অধীরবাবুর হাল আমরা দেখছি৷ কীভাবে পরিবারতন্ত্রের সেবা করতে হচ্ছে৷ খাড়গেজি (মল্লিকার্জুন খাড়গে)-কে তো এক সংসদ থেকে অন্য সংসদে চলে যেতে হল৷ আর গুলাম নবি আজাদের মতো নেতাকে দলই ছেড়ে দিতে হল৷’
নরেন্দ্র মোদি এ দিন আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করেন, এবারের ভোটে বিজেপি ৩৭০টি আসনে জয়ী হবে৷ এনডিএ ৪০০-র বেশি আসন পাবে৷ প্রধানমন্ত্রীর এই ভবিষ্যদ্বাণী শুনে পাল্টা লোকসভা নির্বাচনে বড়সড় জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেছেন অধীর৷ কংগ্রেস সাংসদ বলেন, ‘অহঙ্কার মানুষকে কোথায় নিয়ে যায়৷ আমার তো সন্দেহ হচ্ছে এবারের ভোটে খুব বড়সড় হেরাফেরি হবে৷ সেটা ইভিএমকে সামনে রেখে হওয়ার সম্ভাবনা প্রবল৷ না হলে এ ভাবে কেউ বলতে পারে না কত আসনে জিতব৷ কারণ এখন সব প্রতিষ্ঠানগুলিই নরেন্দ্র মোদির হাতে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Modi mocks at Adhir Ranjan Chowdhury: 'অধীরবাবুর হাল দেখছি', বহরমপুরের সাংসদকে কী নিয়ে খোঁচা দিলেন মোদি?
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement