Modi mocks at Adhir Ranjan Chowdhury: 'অধীরবাবুর হাল দেখছি', বহরমপুরের সাংসদকে কী নিয়ে খোঁচা দিলেন মোদি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কংগ্রেস নেতাদের খোঁচা দিতে দিতে বহরমপুরের সাংসদ এবং লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকেও খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদি৷
নয়াদিল্লি: বাজেট অধিবেশনের জবাবি ভাষণ দিতে গিয়ে এ দিন কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধি৷ জওহরলাল নেহরুর ভারতীয়দের অলস বলা থেকে শুরু করে নাম না করে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকে খোঁচা দেওয়া, এ দিন কংগ্রসকে আক্রমণ করতে চেষ্টার ত্রুটি রাখেননি প্রধানমন্ত্রী৷
কংগ্রেস নেতাদের খোঁচা দিতে দিতে বহরমপুরের সাংসদ এবং লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকেও খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদি৷ কংগ্রেসের পরিবারতন্ত্রের সেবা করতে করতেই অধীরের রাজনৈতিক জীবন কেটে গেল, এমনই মন্তব্য করতে শোনা যায় মোদিকে৷
advertisement
এ দিন কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে ফের একবার পরিবারতন্ত্র নিয়ে সরব হন নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, একই পরিবার থেকে দশ জন রাজনীতিতে আসবেন, তাতে আমার কোনও আপত্তি নেই৷ কিন্তু একটিই পরিবার একটা দলের সব সিদ্ধান্ত নেবে, তাদের কথায় সব হবে, এটা গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক৷ এই পরিবারতন্ত্রের জন্যই আজকে কংগ্রেসের এই অবস্থা৷
advertisement
এর পরেই বিরোধী বেঞ্চে বসা অধীরের দিকে তাকিয়ে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘অধীরবাবুর হাল আমরা দেখছি৷ কীভাবে পরিবারতন্ত্রের সেবা করতে হচ্ছে৷ খাড়গেজি (মল্লিকার্জুন খাড়গে)-কে তো এক সংসদ থেকে অন্য সংসদে চলে যেতে হল৷ আর গুলাম নবি আজাদের মতো নেতাকে দলই ছেড়ে দিতে হল৷’
নরেন্দ্র মোদি এ দিন আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করেন, এবারের ভোটে বিজেপি ৩৭০টি আসনে জয়ী হবে৷ এনডিএ ৪০০-র বেশি আসন পাবে৷ প্রধানমন্ত্রীর এই ভবিষ্যদ্বাণী শুনে পাল্টা লোকসভা নির্বাচনে বড়সড় জালিয়াতির আশঙ্কা প্রকাশ করেছেন অধীর৷ কংগ্রেস সাংসদ বলেন, ‘অহঙ্কার মানুষকে কোথায় নিয়ে যায়৷ আমার তো সন্দেহ হচ্ছে এবারের ভোটে খুব বড়সড় হেরাফেরি হবে৷ সেটা ইভিএমকে সামনে রেখে হওয়ার সম্ভাবনা প্রবল৷ না হলে এ ভাবে কেউ বলতে পারে না কত আসনে জিতব৷ কারণ এখন সব প্রতিষ্ঠানগুলিই নরেন্দ্র মোদির হাতে৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 10:00 PM IST