৫ রাজ্যে ভরাডুবি বিজেপির, ১৯-র রণকৌশল স্থির করতে দিল্লিতে বৈঠকে মোদি-অমিত

Last Updated:
#নয়াদিল্লি: ১৯-র নির্বাচনের আগে বিজেপির অন্দরের আত্মবিশ্বাস ভেঙে চুরমার ৷ পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল প্রকাশ্যে আসার পরই বিরোধী মহাজোটের নেতা হিসেবে গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়ে গিয়েছে রাহুল গান্ধির ৷ অন্যদিকে, নরেন্দ্র মোদি এবং চাণক্য অমিত শাহের জয়ের একের পর এক মহাকৌশল একেবারে বিফলে গেল ৷ পাঁচ রাজ্যে ভরাডুবি অবস্থা গেরুয়া শিবিরের ৷ এই পরিস্থিতিতে কি করণীয়, সেই নিয়েই আজ দিল্লির বিজেপি কার্যালয়ে বৈঠক করতে চলেছেন নরেন্দ্র মোদি ৷
হতাশা এবং ক্ষোভ এখন বিজেপির সঙ্গী ৷ সংসদ চত্বর জুড়ে মুখ ভার গেরুয়া শিবিরের ৷ এহেন পরিস্থিতি থেকে কীভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় দলকে ? সেই ভাবনাতেই আপাতত ব্যস্ত মোদি আর ‘চাণক্য’ তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আজ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন নরেন্দ্র মোদি ৷ বৈঠকে থাকবেন অমিত শাহও ৷ কি কারণে গেরুয়া শিবিরের এই ভরাডুবি অবস্থা ? কীভাবে দলকে আবার চাঙ্গা করা যায় ৷ সেই সমস্ত বিষয় নিয়েই বৈঠক হবে আজ ৷ পাশাপাশি দলকে মূল স্রোতে ফিরিয়ে আনতে বিজেপির পরবর্তী রণকৌশল কি হবে ৷ সেই নিয়েই বৈঠকে আলাপ আলোচনা হতে চলেছে বলে সূত্রের খবর ৷
advertisement
অমিত শাহ এবং নরেন্দ্র মোদি ছাড়াও বৈঠকে থাকবেন পাঁচ রাজ্যের নেতারা ৷ ভোটের ফল নিয়ে হবে চুলচেরা বিশ্লেষণ ৷ কেন এভাবে গো-হারা হারল দল ? সেই নিয়ে উঠে আসছে একের পর এক তথ্য ৷ ছত্তীসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ৷ এই তিন রাজ্যের ভোটের হার থেকে একটি বিষয় স্পষ্ট ৷ উচ্চবর্ণ ও ওবিসি-রা বিজেপিকে নিয়ে উৎসাহ দেখায়নি ৷ আবার দলিতদেরও মন জয় করতে পারেনি গেরুয়া শিবির ৷ পাশাপাশি রাফাল থেকে নোটবন্দি, সিবিআইয়ের কোন্দল ৷ একের পর এক ইস্যুতে কোণঠাসা বিজেপি ৷ কি আসল কারণ ৷ সেটাই ভাবাচ্ছে এখন বিজেপিকে ৷ কিন্তু এখন লক্ষ্য লোকসভা নির্বাচন ৷ সেখানে কি মোদি-ফ্যাক্টর কাজ করবে ? সেটাই এখন প্রধান প্রশ্ন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৫ রাজ্যে ভরাডুবি বিজেপির, ১৯-র রণকৌশল স্থির করতে দিল্লিতে বৈঠকে মোদি-অমিত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement