কোথাও হাঁটু, কোথাও কোমর, জলে থৈ থৈ মুম্বই

Last Updated:

ভরা বর্ষায় আবার নাজেহাল মুম্বইবাসী৷ বৃহস্পতিবারই সকাল সকাল জল সমস্যায় পড়লেন তারা৷ চিরাচরিত মুম্বই বর্ষার ছবি আবারও ফুটে উঠল আজ সকাল থেকে৷

#মুম্বই: ভরা বর্ষায় আবার নাজেহাল মুম্বইবাসী৷ বৃহস্পতিবারই সকাল সকাল জল সমস্যায় পড়লেন তারা৷ চিরাচরিত মুম্বই বর্ষার ছবি আবারও ফুটে উঠল আজ সকাল থেকে৷ কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান জল৷ আর এতেই  চিন্তায় সাধারণ মানুষ৷ কারণ সপ্তাহন্তে ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছে আবহাওয়া দফতর৷ সেই সময় কী অবস্থা হবে, তাই নিয়ে চিন্তিত মুম্বইবাসী৷
বৃষ্টির ফলে জেট এয়ারওয়েজের লন্ডন থেকে মুম্বইগামী বিমানকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে৷ অন্যদিকে বৃষ্টির ফলে বিপর্যস্ত হতে পারে মুম্বইয়ের রেল পরিষেবাও, এমনই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন প্রতিটি শাখার রেলের আধিকারিকরা৷ ৭০মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই ট্রেন চলাচালের ক্ষমতা থাকবে না, স্পষ্টভাবেই জানানো হয়েছে৷ তবে তৈরি রয়েছে বিএমসি৷ পুর কর্তৃপক্ষ জানিয়েছেন সপ্তাহন্তের শেষে ভারী বৃষ্টি হলেও, তা মোকাবিলা করতে তারা প্রস্তুত৷
advertisement
advertisement
তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও৷ অন্যদিকে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলোকেও সতর্ক করা হয়েছে৷ এরমধ্যে মৎসজীবীদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করাও হয়েছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোথাও হাঁটু, কোথাও কোমর, জলে থৈ থৈ মুম্বই
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement