কোথাও হাঁটু, কোথাও কোমর, জলে থৈ থৈ মুম্বই
Last Updated:
ভরা বর্ষায় আবার নাজেহাল মুম্বইবাসী৷ বৃহস্পতিবারই সকাল সকাল জল সমস্যায় পড়লেন তারা৷ চিরাচরিত মুম্বই বর্ষার ছবি আবারও ফুটে উঠল আজ সকাল থেকে৷
#মুম্বই: ভরা বর্ষায় আবার নাজেহাল মুম্বইবাসী৷ বৃহস্পতিবারই সকাল সকাল জল সমস্যায় পড়লেন তারা৷ চিরাচরিত মুম্বই বর্ষার ছবি আবারও ফুটে উঠল আজ সকাল থেকে৷ কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান জল৷ আর এতেই চিন্তায় সাধারণ মানুষ৷ কারণ সপ্তাহন্তে ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছে আবহাওয়া দফতর৷ সেই সময় কী অবস্থা হবে, তাই নিয়ে চিন্তিত মুম্বইবাসী৷
বৃষ্টির ফলে জেট এয়ারওয়েজের লন্ডন থেকে মুম্বইগামী বিমানকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে৷ অন্যদিকে বৃষ্টির ফলে বিপর্যস্ত হতে পারে মুম্বইয়ের রেল পরিষেবাও, এমনই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন প্রতিটি শাখার রেলের আধিকারিকরা৷ ৭০মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই ট্রেন চলাচালের ক্ষমতা থাকবে না, স্পষ্টভাবেই জানানো হয়েছে৷ তবে তৈরি রয়েছে বিএমসি৷ পুর কর্তৃপক্ষ জানিয়েছেন সপ্তাহন্তের শেষে ভারী বৃষ্টি হলেও, তা মোকাবিলা করতে তারা প্রস্তুত৷
advertisement
advertisement
তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও৷ অন্যদিকে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলোকেও সতর্ক করা হয়েছে৷ এরমধ্যে মৎসজীবীদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করাও হয়েছে৷
Mumbai flooded in merely 30 minutes of rainfall. Mumbaikars, call us on 0120-4341895 and share your grievances. #MumbaiDeluge pic.twitter.com/fd1ShRLdMP
— News18 (@CNNnews18) June 7, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2018 3:23 PM IST