#মুম্বই: চলছিল প্রথম দুর্ঘটনার উদ্ধারকাজ । সেখানেই প্রবল গতিতে ধেয়ে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারল অপেক্ষমান অ্যাম্বুল্যান্স-এ। একই জায়গায় কয়েক ঘণ্টার তফাতে পর পর দু’টি দুর্ঘটনা ঘটল মুম্বইয়ে। বুধবার বান্দ্রা থেকে ওরলি যাওয়ার পথে বান্দ্রা-ওরলি সি লিঙ্কে দ্বিতীয় দুর্ঘটনাটিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। জখম ১৩ জন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত ২.২০ নাগাদ। তার কিছু ক্ষণ আগে সেখানেই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। জখম ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল অ্যাম্বুল্যান্স। রাস্তার এক পাশে অ্যাম্বুল্যান্স রেখে তাতে তোলা হচ্ছিল জখমদের। আচমকাই প্রবল গতিতে ধেয়ে আসা একটি গাড়ি ওই অ্যাম্বুল্যান্স এবং আশপাশে দাঁড় করানো কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি দক্ষিণের দিকে যাচ্ছিল।
#UPDATE | 5 people died in the accident that took place between four cars and an ambulance on #Mumbai's Bandra Worli Sea Link in the early morning hours today: Mumbai Police (ANI) https://t.co/ZOO1Amy9MC
— TOI Mumbai (@TOIMumbai) October 5, 2022
আরও পড়ুন: উত্তরাখণ্ডে খাদে পড়ল বিয়েবাড়ির বাস, মৃত অন্তত ২৫, গুরুতর আহত কমপক্ষে ২০
আরও পড়ুন: লক্ষ্য ২০২৪, বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আজই সর্বভারতীয় দল ঘোষণা করবেন কেসিআর
আগের দুর্ঘটনায় যাঁরা উদ্ধার কাজ চালাচ্ছিলেন, তাঁদের অনেকেই গুরুতর জখম হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা এবং এক উদ্ধারকর্মী-সহ পাঁচ জনের। আহত হন ১৩ জন। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা নায়ের হাসপাতাল, সাইফি অ্যান্ড গ্লোবাল হাসপাতালের কর্মী। আহতদের পরে লীলাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওরলি উইশ থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai