উত্তরাখণ্ডে খাদে পড়ল বিয়েবাড়ির বাস, মৃত অন্তত ২৫, গুরুতর আহত কমপক্ষে ২০

Last Updated:

বাসটিতে কমপক্ষে ৫০জন যাত্রী ছিলেন, যার মধ্যে ছিল একাধিক শিশুও

#উত্তরাখণ্ড: ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। খাদে পড়ে গেল যাত্রী-বোঝাই বিয়েবাড়ির বাস। মৃত অন্তত ২৫। বাসটিতে কমপক্ষে ৫০জন যাত্রী ছিলেন, যার মধ্যে ছিল একাধিক শিশুও। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের পৌড়ী জেলার ধুমকোট থানার এলাকার রিখিনিখাল বিরনখাল মোটোর রোড-এর উপর সিমদি গ্রামের কাছে একটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। এখনও পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
রাতভর উদ্ধারকাজ চালায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে রয়েছে এসডিআরএফ-এর ৪টি দল।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, হরিদ্বার জেলার লালঢং থেকে পাউরি জেলার বিরখালে যাচ্ছিল বাসটি, পথে দুর্ঘটার কবলে পড়ে। অন্তত ৫০ জন যাত্রী নিয়ে বাসটি একটি বিয়েবাড়িতে যাচ্ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ধুমকোট থানার পুলিশ। জানানো হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরকেও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামি বলেন, ‘‘ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। উদ্ধারকাজে স্থানীয় গ্রামবাসীরা আমাদের সাহায্য করছেন।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরাখণ্ডে খাদে পড়ল বিয়েবাড়ির বাস, মৃত অন্তত ২৫, গুরুতর আহত কমপক্ষে ২০
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement