উত্তরাখণ্ডে তুষারধসে মৃত অন্তত ১০ পর্বতারোহী, এখনও নিখোঁজ ১৮ জন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, খবর পেয়েই পরেই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে, সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)-এর উদ্ধারকারী বাহিনী
#উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে তুষারধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ পর্বতারোহীর, মঙ্গলবার জানালেন উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর আধিকারিক কর্নেল অমিত বিস্ত। মঙ্গলবার সকালে এই সংস্থার ৩৪ জন শিক্ষার্থী পর্বতারোহী ও ৭ জন প্রশিক্ষক-এর একটি দল তুষারধসের কবলে পড়ে। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় তুষারধসে চাপা পড় ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ১৮ জন এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা’ শিখরের অদূরে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ তুষারধসের ঘটনা ঘটে। উত্তরাখণ্ড পুলিশের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, বায়ুসেনার হেলিকপ্টার ৮ জনকে উদ্ধার করেছে। কিন্তু নিম কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
advertisement
advertisement
উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, খবর পেয়েই পরেই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে, সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)-এর উদ্ধারকারী বাহিনী। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান চলেছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে রাতের অন্ধকারে উদ্ধারের কাজ ব্যাহত হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2022 7:37 PM IST