Anant Ambani & Radhika Merchant's Pre-Wedding Festivities: মুকেশ আম্বানির কোলে নাতনি আদিয়া! মিষ্টি মুহূর্ত সামনে আসতেই প্রশংসার ঝড়!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Anant Ambani & Radhika Merchant's Pre-Wedding Festivities: জামনগরে প্রাক-বিবাহ আসর জমজমাট! তার মধ্যেই ভাইরাল মিষ্টি মুহূর্ত! মন ভরাবে এই আদুরে ছবি!
জামনগর: জামনগরে বসেছে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ আসর! হলি-বলির নামকরা তারকারা সেখানে উপস্থিত রয়েছেন! সেখান থেকেই এবার সামনে এল একটি আদুরে ছবি! দাদু মুকেশ আম্বানির সঙ্গে দুষ্টু মিষ্টি খুনসুঁটিতে ব্যস্ত ইশা আম্বানির মেয়ে আদিয়া শক্তি! জামনগরে তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠিত হচ্ছে। অনন্ত তার বাগদত্তা রাধিকা মার্চেন্ট এবং তাদের পরিবারসহ বহু নামী মানুষের সঙ্গে উদযাপন করছেন এই উৎসবের! এই অনুষ্ঠানেই দাদু-নাতনির মিষ্টি মুহূর্ত সামনে এল!
আদিয়াকে একটি ক্রিম রঙের পোশাকে দেখা গিয়েছে! মুকেশ আম্বানি সাদা ও লাল মিলিয়ে পোশাক পরেছেন। মুকেশ আম্বানির কোলে দুষ্টুমিতে মেতে আদিয়া! অন্যদিকে মুকেশ আম্বানি কন্যা ইশাকে ইশাকেও তার সন্তানদের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। দুই সন্তানের মা ইশাকে তার ছেলে কৃষ্ণ এবং মেয়ে আদিয়ার সঙ্গে পোজ দিতে দেখা গেছে। ইশাকে শ্যানেলের একটি কালো গাউন পরে দেখা গেছে। এই পোস্টটি সামনে আসতেই করণ জোহর এবং করিশ্মা কাপুর-সহ বহু মানুষ প্রশংসা করেছেন! করিশ্মা ও করণ এই ছবিতে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন! অনেকেই বলেছেন খুব আদুরে একটি মুহূর্ত!
advertisement
advertisement
advertisement
ইশা আম্বানি এবং আনন্দ পিরামল ২০২২ সালের নভেম্বরে তাদের যমজ সন্তানদের স্বাগত জানিয়েছিলেন। তারা গত নভেম্বরে যমজদের প্রথম জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন এবং বেশ কয়েকজন বলিউড তারকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর মধ্যে রয়েছে শাহরুখ খান, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, ক্যাটরিনা কাইফ, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, কারিশমা কাপুর এবং করণ জোহর।
advertisement

অনন্তের প্রাক-বিবাহের অনুষ্ঠানে, ইশা সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এখানে জামনগরে আপনার উপস্থিত থাকার জন্য। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে সব কিছুকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলেছেন! আপানাদের সকলকে এভাবে পাশে পাওয়া আমাদের জন্যে সত্যিই খুব আনন্দের! সকলকে ধন্যবাদ!” মোট কথা জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান এখন জমজমাট!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 9:36 PM IST