মৃণাল সেনের ছবিতেই প্রথমবারের জন্য ভয়েস ওভার দিয়েছিলাম, স্মৃতিচারণায় বিগ বি

Last Updated:
#মুম্বই: সালটা ১৯৬৯ সাল ৷ সে সময় কলকাতায় সেলসের চাকরি করেন অমিতাভ বচ্চন। আর পরিচালক মৃণাল তাঁর ছবির জন্য খুঁজে বেড়াচ্ছেন এমন একজনকে, যাঁর কণ্ঠস্বর গোটা ভুবনকে মোহিত করবে। সেলসের চাকরির ফাঁকে স্টুডিও পাড়ায় তাঁর যাতায়াতের কথা বিভিন্ন সাক্ষাৎকারে আগেও বলেছেন বিগবি। বর্ষীয়ান পরিচালক মৃণাল সেন-এর জীবনাবসানের পর শোক বার্তায় টুইট করে জানালেন,মৃণাল সেন পরিচালিত ভুবন সোম ছবির ভয়েস ওভারই তাঁর প্রথম কাজ।
রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ৩৮, পদ্মপুকুর রোডে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন মৃণাল সেন। রবিবার সকালে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বর্ষীয়ান পরিচালকের। এরপর অমিতাভ শোকজ্ঞাপনের সঙ্গে সেই ১৯৬৯ সালের ভয়েস ওভারের স্মৃতিচারণা করেন। ওটাই ছিল অমিতাভ বচ্চনের সেলুলয়েড দুনিয়ার প্রথম কাজ। এই ছবির জন্যই ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন মৃণালবাবু।
advertisement
কিন্তু ‘ভুবন সোম’ যে বিগবি-রও ডেবিউ ফিল্ম, তা বোধহয় জানা ছিল না অনেকেরই। এরপর ওই বছরেই খোয়াজা আহমেদ আব্বাস নির্দেশিত ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অভিনয়ের সুযোগ পান অমিতাভ। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত, মধু এবং জালাল আগা। বক্স অফিসে হিট না হলেও, বচ্চন এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
মৃণাল সেনের ছবিতেই প্রথমবারের জন্য ভয়েস ওভার দিয়েছিলাম, স্মৃতিচারণায় বিগ বি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement