• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • দেশে ফিরছে ইরাকে মৃত ৩৮ জনের দেহ, আছেন ২ বাঙালিও

দেশে ফিরছে ইরাকে মৃত ৩৮ জনের দেহ, আছেন ২ বাঙালিও

Pradeep Singh Rajpurohit, India's Ambassador to Iraq, watches while a casket holding one of 39 bodies. (AP photo)

Pradeep Singh Rajpurohit, India's Ambassador to Iraq, watches while a casket holding one of 39 bodies. (AP photo)

আজই দেশে ফিরছে ইরাকে আইএস-এর হাতে মৃত ৩৮ জন ভারতীয়র দেহ ৷ এঁদের মধ্যে রয়েছেন দু’জন বাঙালিও ৷ এঁরা নদিয়া জেলার বাসিন্দা ৷ মৃতদের প্রায় সকালেই পঞ্জাবের বাসিন্দা ৷

 • Share this:

  #নয়াদিল্লি: আজই দেশে ফিরছে ইরাকে আইএস-এর হাতে মৃত ৩৮ জন ভারতীয়র দেহ ৷ এঁদের মধ্যে রয়েছেন দু’জন বাঙালিও ৷ এঁরা নদিয়া জেলার বাসিন্দা ৷ মৃতদের প্রায় সকালেই পঞ্জাবের বাসিন্দা ৷ বিহার ও হিমাচল প্রদেশের কয়েকজন রয়েছেন এই দলে ৷ গতকাল ভারতীয় আধিকারিকদের হাতে তাঁদের দেহাবশিষ্ট তুলে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ ওই দেহাবশেষ নিয়ে আজ দিল্লিতে পা রাখবেন। মৃত ৩৯ জনের মধ্যে একজনের দেহ নিয়ে আইনি জটিলতা থাকায় সেই দেহটি ছাড়া বাকি ৩৮ জনের দেহই দেশে ফিরিয়ে নিয়ে আসবেন ভি কে সিংহ ৷ দেশে পৌঁছে প্রথমে পঞ্জাবের অমৃতসরে ও তারপর বিহারের পাটনায় মৃতদেহগুলি তাঁদের আত্মূীয়ের হাতে তুলে দেওয়া হবে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে ৷

  আরও পড়ুন:চলছে ভারত বনধ, দেশজুড়ে অশান্তি, পঞ্জাবে স্থগিত সিবিএসই পরীক্ষা

  ২০১৪ সালে মসুল দখলের সময় ওই ৩৯জন ভারতীয় শ্রমিককে অপহরণ করেছিল আইএস জঙ্গিরা ৷ মসুল জঙ্গিদের কবলমুক্ত হওয়ার পর রাষ্ট্রমন্ত্রী ভিকে সিংকে সেখানে পাঠিয়েছিল ভারত সরকার ৷ অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়েছিল ভারত ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ আইএস-এর হাত থেকে কোনওরকমে পালিয়ে এসেছিলেন একজন ৷ তিনি বারবার দাবি করেন, তাঁর চোখের সামনেই বাকি ৩৯ জনকে ঠান্ডা মাথায় খুন করেছে আইএস। কিন্তু গত চার বছর ধরে ভারত সরকার বারবার দাবি করে এসেছে মসুলে বন্দু ভারতীয়রা ভাল আছেন ৷ কিন্তু হঠাৎই গত ২০ মার্চ সব আশায় জল ঢেলে রাজ্যসভার এক অধিবেশনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, ইরাকে অপহৃত সকলেরই মৃত্যু হয়েছে ৷

  আরও পড়ুন: এবার নতুন গাড়ির সঙ্গেই মিলবে নম্বর প্লেট

  সুষমা স্বরাজের এই বিবৃতির পরেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মৃতদের আত্মীয়রা ৷ এত বছর আশ্বাস দেখানোর পর হঠাৎ এমন সংবাদে আঙুল উঠেছিল বিদেশ মন্ত্রকের দিকে ৷

  First published: