চলছে ভারত বনধ, দেশজুড়ে অশান্তি, পঞ্জাবে স্থগিত সিবিএসই পরীক্ষা

Last Updated:

তপশিলি জাতি-উপজাতি সংরক্ষণ আইন শিথিল করার প্রতিবাদে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ভারত বনধ ৷ বনধের ডাক দিয়েছে একাধিক দলিত সংগঠন ৷ বনধকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া আদি ধর্ম মিশন এবং অল ইন্ডিয়া আদি ধর্ম সমাজ ৷

#নয়াদিল্লি: তপশিলি জাতি-উপজাতি সংরক্ষণ আইন শিথিল করার প্রতিবাদে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ভারত বনধ ৷ বনধের ডাক দিয়েছে একাধিক দলিত সংগঠন ৷ বনধকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া আদি ধর্ম মিশন এবং অল ইন্ডিয়া আদি ধর্ম সমাজ ৷
এর জেরেই এ দিন সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে ৷ ওড়িশার সম্বলপুরে একটি সংগঠনের সদস্যরা রেল অবরোধ করেন। ফলে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন। গোলমালের আশঙ্কায় পাঞ্জাবে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আজ পঞ্জাবের সমস্ত স্কুল-কলেজ, ব্যঙ্ক এবং যানবাহন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে  ইন্টারনেট পরিষেবাও ৷
advertisement
advertisement
গত ২০ মার্চ সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সরকারি কর্মীদের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার বন্ধের আইনের যথেচ্ছ অপব্যবহার করা হচ্ছে। তাই এখন থেকে আর নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না। তপশিলি জাতি–উপজাতির উপর অত্যাচারের কোনও মামলা দায়ের করার আগে সেই ঘটনা ডিএসপি পর্যায়ের কোনও আধিকারিককে দিয়ে তদন্ত করাতে হবে। এছাড়া এই ঘটনায় অভিযুক্ত কোনও সরকারি আধিকারিককে গ্রেপ্তারের আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধেই ২ এপ্রিল ভারত বনধের ডাক দিয়েছিল পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি, ভারিপ বহুজন মহাসঙ্ঘ, সিটু, জাতি অন্ত সংঘর্ষ সমিতি, রাষ্ট্রীয় সেবা দল, ন্যাশনাল দলিত মুভমেন্ট ফর জাস্টিস সহ বিভিন্ন সংগঠন।
advertisement
বিহারে চলছে রেল অবরোধ ৷ ছবি: এএনআই বিহারে চলছে রেল অবরোধ ৷ ছবি: এএনআই
সরকারের পক্ষ থেকে তাঁদের বন্‌ধ প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল। কেন্দ্রীয় সমাজ কল্যাণমন্ত্রী থাহরচাঁদ গেহলট নিজে ট্যুইট করে তাঁদের বন্‌ধ প্রত্যাহারের আবেদন জানিয়ে লিখেছিলেন, মোদি সরকার সমাজের পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নে কোনও খামতি রাখবে না। এমনকী সুপ্রিম কোর্টে এই রায় পুণর্বিবেচনার আর্জি জানিয়ে রিভিউ পিটিশন দায়ের করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। আজই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে কেন্দ্রীয় সরকার। অপর এক কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানও ভারত বনধের বিরোধিতা করেছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চলছে ভারত বনধ, দেশজুড়ে অশান্তি, পঞ্জাবে স্থগিত সিবিএসই পরীক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement