হায় ভগবান! জাতীয় সঙ্গীতই ভুলে গেলেন খোদ সাংসদ, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জাতীয় সঙ্গীত ভুলে যাওয়ার মতো অমার্জনীয় অপরাধ!
#লখনউ: বিতর্কিত বয়ান নিয়ে চর্চায় থাকা মোরাদাবাদের (Moradabad) সমাজবাদী পার্টি (SP MP) ডক্টর এসটি হসন স্বতন্ত্রতা দিবসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ভুলে যান৷ প্রথম লাইন গানের পর তিনি সরাসরি জয় হে -তে চলে যান৷ তারপরেই জাতীয় সঙ্গীত শেষ করে দেন৷ এরপরেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়৷ রবিবার সাংসদ এসটি হসন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গলশহিদ পার্কে পৌঁছে যান৷ আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷ আয়োজিত কার্যক্রমে সাংসদ পতাকা উত্তোলন করেন৷ এরপরেই শুরু হয় জাতীয় সঙ্গীত৷
গানের প্রথম লাইনের পর দ্বিতীয় লাইনেই তিনি বুঝতে পারেন তিনি আর গানটি গাইতে পারছেন না৷ তিনি আস্তে আস্তে জয় হে, জয় হে গাইতে শুরু করেন৷ বাকিরাও তাঁরই সঙ্গে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীত জয় হে, জয় হে করে শেষ করে দেন৷ সাংসদের সঙ্গে ঘটনায় মজায় মেতেছেন নেটিজেনরা৷ সকলের প্রশ্ন একজন সাংসদ যিনি জনতার প্রতিনিধি তিনি কী করে জাতীয় সঙ্গীত ভুলে যান৷ এতে সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছবে৷
advertisement
#WATCH | Samajwadi Party MP ST Hasan, his supporters forgot the lyrics of the National Anthem during flag hoisting in Moradabad, on the occasion of Independence Day yesterday pic.twitter.com/UTLKEbwxdJ
— ANI UP (@ANINewsUP) August 16, 2021
advertisement
এই মামলা সামনে আসার পর সাফাই দিতে সোশ্যাল মিডিয়ায় আসরে নামেন এবং বলেন ভিডিওর শেষে পুরো জাতীয় সঙ্গীত গেয়েছেন তিনি৷ সাংসদ আরও জানিয়েছেন স্বাধীনতার ৭৫ তম বর্ষের উদযাপন অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করা হয়েছিল৷ তিনি জানিয়েছেন সেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার আলাদা দল ছিল যাঁরা ভুল করছিল আর তিনি সেটা শুধরে দেন৷ তারপর পিছনে দাঁড়ানো মানুষরা গান শেষ করেন এবং তিনি সেখান থেকে চলে যান৷ এরপরেই নাকি সকলে রটিয়ে বেড়াচ্ছেন যে তিনি জাতীয়সঙ্গীত ভুলে গেছেন৷ তিনি দাবি করেছেন তিনি ছোটবেলা থেকে জাতীয়সঙ্গীত শিখেছেন ফলে তা ভুলে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2021 1:19 PM IST