হায় ভগবান! জাতীয় সঙ্গীতই ভুলে গেলেন খোদ সাংসদ, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

জাতীয় সঙ্গীত ভুলে যাওয়ার মতো অমার্জনীয় অপরাধ!

#লখনউ: বিতর্কিত বয়ান নিয়ে চর্চায় থাকা মোরাদাবাদের (Moradabad) সমাজবাদী পার্টি  (SP MP) ডক্টর এসটি হসন স্বতন্ত্রতা দিবসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ভুলে যান৷ প্রথম লাইন গানের পর তিনি সরাসরি জয় হে -তে চলে যান৷ তারপরেই জাতীয় সঙ্গীত শেষ করে দেন৷  এরপরেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়৷ রবিবার সাংসদ এসটি হসন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গলশহিদ পার্কে পৌঁছে যান৷ আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷ আয়োজিত কার্যক্রমে সাংসদ পতাকা উত্তোলন করেন৷ এরপরেই শুরু হয় জাতীয় সঙ্গীত৷
গানের প্রথম লাইনের পর দ্বিতীয় লাইনেই তিনি বুঝতে পারেন তিনি আর গানটি গাইতে পারছেন না৷ তিনি আস্তে আস্তে জয় হে, জয় হে গাইতে শুরু করেন৷ বাকিরাও তাঁরই সঙ্গে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীত জয় হে, জয় হে করে শেষ করে দেন৷ সাংসদের সঙ্গে ঘটনায় মজায় মেতেছেন নেটিজেনরা৷ সকলের প্রশ্ন একজন সাংসদ যিনি জনতার প্রতিনিধি তিনি কী করে জাতীয় সঙ্গীত ভুলে যান৷ এতে সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছবে৷
advertisement
advertisement
এই মামলা সামনে আসার পর সাফাই দিতে সোশ্যাল মিডিয়ায় আসরে নামেন এবং বলেন ভিডিওর শেষে পুরো জাতীয় সঙ্গীত গেয়েছেন তিনি৷ সাংসদ আরও জানিয়েছেন স্বাধীনতার ৭৫ তম বর্ষের উদযাপন অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করা হয়েছিল৷ তিনি জানিয়েছেন সেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার আলাদা দল ছিল যাঁরা ভুল করছিল আর তিনি সেটা শুধরে দেন৷ তারপর পিছনে দাঁড়ানো মানুষরা গান শেষ করেন এবং তিনি সেখান থেকে চলে যান৷  এরপরেই নাকি সকলে রটিয়ে বেড়াচ্ছেন যে তিনি জাতীয়সঙ্গীত ভুলে গেছেন৷ তিনি দাবি করেছেন তিনি ছোটবেলা থেকে জাতীয়সঙ্গীত শিখেছেন ফলে তা ভুলে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷
বাংলা খবর/ খবর/দেশ/
হায় ভগবান! জাতীয় সঙ্গীতই ভুলে গেলেন খোদ সাংসদ, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement