#কানপুর: নির্বাচনী সভায় উত্তরপ্রদেশের কানপুর থেকে এবার তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর অভিযোগ, গোয়ায় ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করছেন তৃণমূল প্রার্থী। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি তুললেন মোদি (Modi Vs TMC)। যোগীর রাজ্যে ভোটপ্রচারে গিয়ে তৃণমূলকে এভাবেই বেনজির আক্রমণ শানিয়েছেন মোদি। তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছেন তৃণমূলের কুণাল ঘোষ সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁদের কথায়, “বিজেপি ভয় পাচ্ছে। তাই এসব বলছে।”
আরও পড়ুন: ‘দেশের গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করুন’, ভোটপর্ব শুরু হতেই ট্যুইট মোদি-শাহের...
এর আগেই যোগীর রাজ্যে বিজেপিকে একহাত নিয়ে সমাজবাদি পার্টির হয়ে জোরালো প্রচার সেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একযোগে তীব্র আক্রমণ করেছেন মোদি-যোগীকে। এবার কানপুরে ভোটপ্রচারে গিয়ে সেই তৃণমূলকেই (Modi Vs TMC) সরাসরি (Trinamool Congress) নিশানা করলেন বিজেপির তারকা প্রচারক তথা বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
সোমবার কানপুরের নির্বাচনী প্রচারসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi Vs TMC) তোপ, “গোয়ার তৃণমূল প্রার্থী বলছেন, হিন্দু ভোট ভাগ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা। এটাই কি ধর্মনিরপেক্ষতা? উসকানিমূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল থেকে মানুষের সাবধান হওয়া দরকার।” ভোটপ্রচারে গিয়ে মোদির এধরনের মন্তব্য রাজনৈতিক পারদ আরও উস্কে দিয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের কথায়, “শুধু গোয়া নয়, অন্যান্য রাজ্যেও হারবে বিজেপি (BJP)। তাই ওরা ভয় পাচ্ছে। এসব মন্তব্য করছেন।” তবে গোবলয় থেকে নরেন্দ্র মোদির মতো হেভিওয়েট নেতা তৃণমূলকে নিশানা করায় জাতীয় রাজনীতিতে নয়া চর্চা শুরু হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের কথায়, এদিন প্রধানমন্ত্রীর মন্তব্য জাতীয়স্তরে তৃণমূলকে নয়া গুরুত্ব দেবে।
অন্যদিকে কুণাল ঘোষ বলেন, "মোদির পাল্টা মুখ মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল নিউক্লিয়াস। নরেন্দ্র মোদি বুঝেছেন তৃণমূল অত্যন্ত প্রাসঙ্গিক। সাংসদ সংখ্যা বাড়বে। মমতাকে ঘিরে বিজেপি বিরোধী ভোট কেন্দ্র বাড়ছে। তাই উনি ভয় পাচ্ছেন। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না৷ উগ্র হিন্দুত্বের নামে ওরা যা করছে তার বিরোধিতা করা হয়েছে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Goa Assembly Election 2022, PM Modi, Trinamool Congress