হোম /খবর /দেশ /
‘দেশের গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করুন’, ভোটপর্ব শুরু হতেই ট্যুইট মোদি-শাহের...

PM Modi Amit Shah: ‘দেশের গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করুন’, ভোটপর্ব শুরু হতেই ট্যুইট মোদি-শাহের...

কর্মসমিতির বৈঠকে মোদি-শাহ Representative Image

কর্মসমিতির বৈঠকে মোদি-শাহ Representative Image

PM Modi Amit Shah: সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-ও সকলকে এগিয়ে এসে ভোট দেওয়ার আর্জি জানালেন।

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি: দেশের তিন রাজ্যে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন দেশের বৃহত্তম রাজ্যের মানুষেরা দ্বিতীয় দফায় নিজেদের ভোট প্রদান (PM Modi Amit Shah) করবেন, তেমনই আবার উত্তরাখণ্ড ও গোয়াতেও বিধানসভা নির্বাচন (Aseembly Election 2022) রয়েছে। তিন রাজ্যের ভোট গ্রহণ কেন্দ্র করে আজ সারাদিনই উত্তপ্ত থাকবে রাজনৈতিক পারদ। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-ও সকলকে এগিয়ে এসে ভোট দেওয়ার আর্জি জানালেন।

আরও পড়ুন : উত্তরাখণ্ড, গোয়া, উত্তরপ্রদেশে ভোটগ্রহণ আজ, সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল কত শতাংশ?

এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন। তিনি লেখেন, “আজ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও গোয়ায় নির্বাচন হবে। ভোটারদের প্রতি আমার আর্জি, আপনারা এগিয়ে এসে রেকর্ড সংখ্য়ায় ভোট দিন এবং গণতন্ত্রের এই উৎসবকে আরও শক্তিশালী করে তুলুন।”

এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) টুইট করেন। তিনি লেখেন, “আজ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও গোয়ায় নির্বাচন হবে। ভোটারদের প্রতি আমার আর্জি, আপনারা রেকর্ড সংখ্য়ায় ভোট দিন এবং গণতন্ত্রের এই উৎসবকে আরও শক্তিশালী করে তুলুন।”

আরও পড়ুন : ‘দাদার জন্য জীবনও দিতে পারি’, কেন হঠাৎ আবেগে ভাসলেন প্রিয়াঙ্কা গান্ধি?

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) তিন রাজ্যের ভোট নিয়েই তিনটি আলাদা ট্যুইট করেন। গোয়ার ভোটারদের উদ্দেশ্যে তিনি লেখেন, “গোয়ার ভাই-বোনেদের প্রতি আর্জি, বিপুল সংখ্যায় এগিয়ে এসে ভোট দিন। একমাত্র একটি স্থিতিশীল, সিদ্ধান্তকারী ও দুর্নীতিমুক্ত সরকারই রাজ্যের উন্নয়ন নিশ্চিত করতে পারে (PM Modi Amit Shah)। তাই আপনারা সবাই এগিয়ে আসুন এবং সমৃদ্ধিপূর্ণ গোয়ার জন্য ভোট দিন।”

উত্তরাখণ্ডের জন্যও একইভাবে দুর্নীতিমুক্ত সরকার গঠনেরই ডাক দেন তিনি। তিনি বলেন, “একমাত্র দুর্নীতিমুক্ত সরকারই দেবভূমি উত্তরাখণ্ডের উন্নয়ন, গর্ব ও সম্মানকে আরও ত্বরাণিত করতে পারে। তাই উত্তরাখণ্ডের সমস্ত ভোটারদের কাছে আমার আর্জি, রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির অংশ হয়ে উঠুন ভোট দিয়ে।”

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Amit Shah, PM Modi