২০২২ বিধানসভা নির্বাচনে (Assembly Election 2022) অন্যতম হাইভোল্টেজ দিন আজ ১৪ ফেব্রুয়ারি। সোমবারের ভোটগ্রহণ পর্বে রয়েছে উত্তরপ্রদেশের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। গোবলয় রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র এই রাজ্যের নির্বাচনে আজ ৫৫ আসনে ভোট গ্রহণ। ভোট ঘিরে গঙ্গাপাড়ে যেমন উত্তেজনা তেমনই আরব সাগরের তীরের গোয়াতেও ভোটগ্রহণ ঘিরে টানটান উত্তেজনা।
অন্যদিকে, আজ গোয়া বিধানসভা (Goa Assembly Election 2022) নির্বাচনে ৪০ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হবে। অন্যদিকে উত্তরাখণ্ডে ৭০ আসনে আজ বাজতে চলেছে ভোটের দামামা। উল্লেখ্য, উত্তরাখণ্ডের রাজনীতিতে এবারেও কংগ্রেস বনাম বিজেপিই লড়াই ফোকাসে। গোয়ায় মসনদ ধরে রাখার যুদ্ধে রয়েছে বিজেপি (Assembly Election 2022) । বিপক্ষে কংগ্রেস যেমন একটি বড়শক্তি, তেমনই সেখানে মাটি শক্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। এই এলাকায় আলাদা করে নজর কাড়ছে আম আদমি পার্টিও।