Partha Chatterjee: '৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার...’, ফল বেরোতেই বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের কড়া বার্তা পার্থর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Partha Chatterjee: তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
#কলকাতা: চার পুরনিগমের (West Bengal Municipal Election 2022) ভোটেও সবুজ ঝড় অব্যাহত রাজ্যে। বিপুল আসন নিয়ে জয়ী হয়েছে তৃণমূল। ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮ টি আসনে ভোট। আর সেই ভোটে বিক্ষুব্ধ তৃণমূলদের নির্দল হয়ে মনোনয়ন পেশ অস্বস্তি বাড়াচ্ছে শাসকদলের। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের জন্য এবার স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
আজ চার পুরনিগমের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিপুল সংখ্যক আসন নিয়ে জয় পেয়েছে তৃণমূল। প্রার্থী তালিকা নিয়ে জটিলতা কাটিয়ে সংশোধিত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকেই জেলায় জেলায় বহু কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার নির্দল হয়ে মনোনয়ন পেশের সিদ্ধান্ত নিয়েছেন। যা নিয়ে দলের অন্দরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে তিনি বলেন, “যারা নির্দল হিসাবে দাড়িয়েছেন তাদের অনুরোধ করেছি নাম প্রথ্যাহার করে নিতে। ৪৮ ঘণ্টা এর মধ্য দলের প্রার্থী পদের জন্য আবেদন জানাবেন তাঁরা। তারপর দলীয় ভাবে চিহ্নিত করে এবং যাঁদের আত্মীয়রা দাঁড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেব।" পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আরও যোগ করেন, "যারা বিভিন্ন জেলাতে কো অর্ডিনেটর হিসাবে রয়েছেন তাঁরা ৪৮ ঘণ্টা বাদে নাম প্রত্যাহার না করলে তাঁদের বহিষ্কার করবেন।"
advertisement
আরও পড়ুন : বড় খবর! রাজ্যে খুলছে প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল! করোনা-গ্রাফ নামতেই বিধিনিষেধ শিথিল
উল্লেখ্য, কলকাতার পর চার পুরনিগমের (West Bengal Municipal Election 2022) ভোটের ক্ষেত্রেও প্রার্থী তালিকা নিয়ে দেখা দিয়েছিল অসন্তোষ। একাধিক তৃণমূল নেতা-নেত্রী টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত নেন। আসানসোল পুরনিগমের ভোটে জয় পেয়েছেন এমনই তিন বিক্ষুব্ধ তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন নাজিম আখতার ও রাধা সিং। এদিকে বিধাননগরে ১২ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী মমতা মণ্ডল। তিনিও তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এমন বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বার্তা দিয়ে পার্থ চট্টোপাধ্যায় সোমবার বিকেলে বলেন, "নির্দল হিসাবে দুঃখে দাড়িয়েছেন অথচ দলকে ভালোবাসেন, এমন ব্যক্তিদের বলব, নাম প্রত্যাহার করে নিন।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 7:27 PM IST