Primary School Reopening: বড় খবর! রাজ্যে খুলছে প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল! করোনা-গ্রাফ নামতেই বিধিনিষেধ শিথিল

Last Updated:

Primary School Reopening:রাজ্যের করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: রাজ্যে (Primary School Reopening) এবার খুলতে চলেছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের ক্লাশগুলি। রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের যাবতীয় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলি খুলতে চলেছে (Primary School Reopening)। ১৬ ফেব্রুয়ারি থেকে নয়া বিধিনিষেধ কার্যকরী হবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে চলতি সপ্তাহ থেকেই রাজ্যের সমস্ত প্রাথমিক ও  উচ্চপ্রাথমিক (Primary School Reopening) স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ১৬ ফেব্রুয়ারি থেকেই খোলা হচ্ছে সমস্ত স্কুলের প্রাথমিক বিভাগ (Primary schools), খুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও।
সোমবার নয়া কোভিড গাইডলাইন জারি করে এ কথা জানাল নবান্ন। তবে কঠোর বিধি মেনে তবেই স্কুলে প্রবেশের অনুমতি পাবে পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে। নয়া কোভিডবিধিতে শিথিল করা হয়েছে নাইট কারফিউও। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ।  এতদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি ছিল।
advertisement
advertisement
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের কোভিড সংক্রমণ কমতেই ফের খুলে গিয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা। সরস্বতী পুজোর আগেই রাজ্য জুড়ে ফের পড়ুয়ারা ফিরেছে স্কুল, কলেজে। সরকারি নির্দেশ অনুযায়ী অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে যেতে পারছে। সরকারি, বেসরকারি স্কুল সেই নির্দেশ মেনেই স্কুল খুলেছে। তবে নিচু ক্লাসের  (Primary School Reopening) পড়ুয়াদের জন্য এখনই স্কুল না খুললেও চালু হয়ে গিয়েছে পাড়ায় শিক্ষালয়। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয়েই চলছে ক্লাস।
advertisement
গত সপ্তাহেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্ধাস্তুদের পাট্টা বিলির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''স্কুল গুলো চালু হয়েছে। বড়রা যাচ্ছে স্কুলে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত চলছে পাড়ায় শিক্ষালয়। ছোটদেরটা কয়েকদিন অপেক্ষা করতে হবে। কোভিড পুরোটা নিয়ন্ত্রণে এসে গেলেই হবে। ছোট ক্লাসগুলো ৫০ পার্সেন্ট করে ক্লাস করতে পারে নাকি, সেটা স্কুল গুলোর সঙ্গে কথা বলে দেখতে হবে। তাহলে আর্ধেক করে ভাগাভাগি করে নেওয়া যাবে।'' মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরেই আশার আলো দেখতে শুরু করেন অভিভাবকরা। এবার সরকারি নির্দেশিকায় স্বস্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Primary School Reopening: বড় খবর! রাজ্যে খুলছে প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল! করোনা-গ্রাফ নামতেই বিধিনিষেধ শিথিল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement